Instagram Tips: ইনস্টাগ্রাম রিলে ভিউ হচ্ছে না? পরিশ্রম নষ্ট করার আগে জেনে নিন এসব টিপস

Facebook Tips: একটি রিল বা ভিডিয়ো বানাতে অনেকটাই খাটনি হয়। তারপরে যদি সেই ভিডিয়ো কেউ না দেখে, তাহলে তার থেকে খারাপ আর কী-ই বা হতে পারে। আপনিও যদি ইনস্টাগ্রাম এবং ফেসবুকের ভিডিয়ো বা রিল থেকে টাকা আয় করতে চান, তাহলে এই সব টিপস মেনে চলুন।

Instagram Tips: ইনস্টাগ্রাম রিলে ভিউ হচ্ছে না? পরিশ্রম নষ্ট করার আগে জেনে নিন এসব টিপস

| Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 27, 2023 | 9:54 AM

আজকাল ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি আর শুধু অবসর সময়ে বিনোদনের কাজ করে না। এমনকি এক একটা রিল বা পোস্ট থেকে প্রচুর পরিমানে টাকাও আয় করেন অনেকে। তবে তার জন্য চাই ভাল মানের কনটেন্ট বা বিষয়। আর সেই সঙ্গে বিশেষ কিছু টিপস। তাহলেই আপনার রিল সবার কাছে পৌছে যাবে। হু-হু করে বাড়বে লাইক শেয়ার আর ভিউ। আর একটি রিল বা ভিডিয়ো বানাতে অনেকটাই খাটনি হয়। তারপরে যদি সেই ভিডিয়ো কেউ না দেখে, তাহলে তার থেকে খারাপ আর কী-ই বা হতে পারে। আপনিও যদি ইনস্টাগ্রাম এবং ফেসবুকের ভিডিয়ো বা রিল থেকে টাকা আয় করতে চান, তাহলে এই সব টিপস মেনে চলুন।

ইনস্টাগ্রাম রিলে ভিউ বাড়ানোর উপায়-

ইনস্টাগ্রামে রিল ভাইরাল করতে বা রিল বাড়াতে, আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। তাদের মধ্যে একটি হল আপনার বিষয়। আপনি এমন কী নিয়ে ভিডিয়ো বানাচ্ছেন, যা অন্য সবার থেকে আলাদা। একই বিষয়ে হাজার হাজার রিল তৈরি করা হয়, তবে শুধুমাত্র যেগুলি ভিন্ন তাদের মধ্যেই কিছু ভাইরাল হয়।

ট্রেন্ডিং গান বেছে নিন:

আপনি যখনই রিলের জন্য অডিয়ো সিলেক্ট করবেন, সবসময় ট্রেন্ডিং গান বেছে নেওয়ার চেষ্টা করুন। এটি রিলগুলি ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এমনকি ট্রেন্ডে থাকা গান মানুষ বেশি সার্চ করে।

এইচডি কোয়ালিটি:

ভিডিয়ো পোস্ট করার আগে দেখে নিন আপনার ভিডিয়ো এইচডি কোয়ালিটিতে আছে কি না। আপনার রিল যদি এইচডি কোয়ালিটিতে না হয় তাহলে আপনার কন্টেন্ট ভাল দেখাবে না। এর কারণে আপনার পরিশ্রম নষ্ট ছাড়া আর কিছুই হবে না।

বিষয় বেছে নিন: একটি ভিডিও তৈরি করতে, এমন একটি বিষয় নির্বাচন করুন যা মানুষের সাথে সম্পর্কিত এবং যেখান থেকে তারা কিছু তথ্য পাচ্ছে। এর সাহায্যে, লোকেরা আরও দেখতে বা ভবিষ্যতে আপডেট পেতে আপনার সামগ্রীকে অবশ্যই অনুসরণ করবে।

একটি স্টোরি পোস্ট করুন: প্রতিদিন আপনার স্টোরিতে কিছু শেয়ার করুন। এমন কিছু শেয়ার করার চেষ্টা করুন, যাতে আপনি ভিউয়ারস্দের সময় জানিয়ে দিতে পারেন।