IRCTC Insurance Policy: 35 পয়সায় 10 লাখ, ট্রেনের টিকিট বুকিং করার সময় IRCTC-র বীমা, কীভাবে আবেদন জানাবেন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 10, 2023 | 11:25 PM

IRCTC দেশের নাগরিকদের যাঁরা রেলযাত্রা করেন, তাঁদের একটি বীমা অফার করে। তবে এই ট্রাভেল ইনস্যুওরেন্স তখনই পাওয়া যাবে, যখন যাত্রীরা NGeT পোর্টাল থেকে টিকিট কিনবেন এবং টিকিট বুক করার সময়ই তাঁদের ট্রাভেল পলিসির জন্য আবেদন করতে হবে।

IRCTC Insurance Policy: 35 পয়সায় 10 লাখ, ট্রেনের টিকিট বুকিং করার সময় IRCTC-র বীমা, কীভাবে আবেদন জানাবেন?
এখন আগে বীমা, তারপরে ট্রেন সফর।

Follow Us

IRCTC Travel Insurance: এক সপ্তাহ আগেই ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহু দুর্ঘটনা দেশবাসীকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। তারপর থেকেই অনেকে ট্রেনযাত্রার বীমার খোঁজখবর নিতে শুরু করেছেন, যা নিয়ে এতদিন যাত্রীদের মধ্যে একটা উদাসনীতা ছিল। অনেকেই হয়তো জানেন না যে, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজডম কর্পোরেশন বা IRCTC দেশের নাগরিকদের যাঁরা রেলযাত্রা করেন, তাঁদের একটি বীমা অফার করে। তবে এই ট্রাভেল ইনস্যুওরেন্স তখনই পাওয়া যাবে, যখন যাত্রীরা NGeT পোর্টাল থেকে টিকিট কিনবেন এবং টিকিট বুক করার সময়ই তাঁদের ট্রাভেল পলিসির জন্য আবেদন করতে হবে। তবে, এই স্কিমটি অপশনাল। আপনাকে যে করতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। শুধুমাত্র বুকিংয়ের সময় CNF/RAC/ অংশ CNF টিকিটের জন্য প্রদান করা হয় ট্রেনযাত্রার এই বীমা প্রকল্পটি।

মাত্রা 35 পয়সায় ট্রাভেল ইনস্যুওরেন্স

ট্রেন যাত্রার সময় কোনও ভাবে কেউ আহত বা কারও মৃত্যু হলে বীমার সুবিধা দেওয়া হয়। অনলাইনে টিকিট বুক করার সময় যাত্রীরা মাত্র 35 পয়সা অতিরিক্ত দিলেই এই বীমার সুবিধা উপভোগ করতে পারবেন। একবার 35 পয়সা খরচ করে বীমার আওতাভুক্ত হলে আপনি বিপদের সময় 10 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। এক্ষেত্রে মনে রাখতে হবে, যে সমস্ত যাত্রীরা কাউন্টারে টিকিট বুক করেছেন তারা IRCTC-এর এই সুবিধা পাবেন না। এমনকি সাধারণ টিকিটেও বীমা কভারের কোনও বিকল্প নেই। IRCTC-র বীমা পলিসি রেলওয়ে থেকে আলাদা।

কারা এই বীমার দাবি করতে পারবেন

কেবলই ভারতীয় নাগরিকরা এই বীমার দাবি করতে পারবেন। বিদেশিরা কখনই এর যোগ্য নয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, রিজ়ার্ভেশন করার পরে এই ইনস্যুওরেন্স স্কিমটি বেছে নিতে পারবেন না। একমাত্র টিকিট বুকিংয়ের সময়ই আপনাকে কাজটি করে রাখতে হবে।

পাঁচ ধরনের কভারেজ

1) মারাত্মক ভাবে আহত হওয়ার ফলে 12 মাসের মধ্যে যদি মৃত্যু হয়, তাহলে দাবিদাররা ইনস্যুওরেন্সের অর্থের 100% পাবেন, যা 10,00,000 টাকা।

2) দুর্ঘটনার ফলে যদি কেউ সম্পূর্ণ ভাবে অক্ষম হয়ে যান, তাহলে তিনিও ইনস্যুওরেন্সের সম্পূর্ণ অর্থই পাবেন।

3) আংশিক ভাবে অক্ষম হলে ইনস্যুওরেন্সের আওতায় থাকা ব্যক্তি পাবেন 7,50,000 টাকা।

4) সামান্য আঘাতের জন্য 2,00,000 টাকা পর্যন্ত চিকিৎসা খরচ দাবি করা যেতে পারে।

5) ইনস্যুরেন্সের আওতায় থাকা ব্যক্তি ট্রেনে যাত্রার সময় যে কোনও কারণে মারা গেলে তাঁর বাসস্থানে মৃতদেহ পরিবহনের জন্য 10,000 টাকা দেবে।

সঠিক পদ্ধতিটা জেনে নিন

অফিসিয়াল NGet পোর্টালের মাধ্যমে টিকিট কেনার সময় যাত্রীদের অবশ্যই ‘ট্রাভেল ইনস্যুওরেন্স’ অপশনটি বেছে নিতে হবে। ট্রাভেল ইনস্যুওরেন্স কোম্পানি একটি SMS পাঠাবে এবং রেজিস্টার্ড ইমেল আইডিতে পলিসির বিবরণ পাঠাবে। টিকিট কেনার আগে যাত্রীদের অবশ্যই নমিনেশন ফর্ম ফিল-আপ করতে হবে।

Next Article