Google Pay আপনাকে এবার পিন নম্বর ছাড়াই টাকা পাঠাতে দেবে! হ্যাঁ, মোটা অঙ্কের টাকা পাঠাতে পারবেন না ঠিকই। তবে ছোট্ট-ছোট্ট করে জরুরি ভিত্তিতে অল্প পরিমাণ টাকা পাঠাতে পারবেন আপনি। কীভাবে সম্ভব জানেন তা? আসলে Google Pay আপনার জন্য UPI Lite নিয়ে এসেছে। এই UPI Lite পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি অল্প পরিমাণে টাকা পাঠাতে পারবেন, অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং কোনও পিন নম্বর ছাড়াই। প্রথাগত UPI পেমেন্ট সিস্টেমের থেকেও বেশি তাড়াতাড়ি আপনি টাকা পাঠাতে পারবেন এই UPI Lite এর মাধ্যমে।
Google Pay তার ব্যবহারকারীদের UPI lite ওয়ালেটে একবারে 2,000 টাকা পর্যন্ত যোগ করতে দেবে। পিন নম্বর ছাড়া এই পেমেন্ট সিস্টেমে আপনি 200 টাকা পাঠাতে পারবেন। তবে এই মুহূর্তে একটা সীমাবদ্ধতা রয়েছে। এখন আপনি গুগল পে-র UPI lite ওয়ালেটে দিনে দুই বার 2,000 টাকা করে মোট 4,000 টাকা যোগ করতে পারবেন। তার কারণ গুগল পে ইউপিআই লাইটে আপনি দিনে সর্বাধিক 4,000 টাকার বেশি পাঠাতেও পারবেন না।
UPI lite পেমেন্ট পরিষেবাটি প্রথমে ঘোষণা করা হয় রিজ়ার্ভ ব্যাঙ্কের তরফে। 2022 সালের সেপ্টেম্বরে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) সঙ্গে জুটি বেঁধে এই পরিষেবা নিয়ে আসে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের প্রায় 15টি বড় পাবলিক সেক্টর এবং প্রাইভেট ব্যাঙ্ক এই পরিষেবার সঙ্গে যুক্ত। Paytm, PhonePe এবং BHIM সর্বপ্রথম তাদের ইউপিআই পেমেন্ট অ্যাপে UPI lite নিয়ে আসে।
Google Pay-তে UPI Lite সেট আপ করবেন কীভাবে?
1) প্রথমে আপনাকে যেতে হবে Google Pay অ্যাপের প্রোফাইল পেজে।
2) সেখানে সেটআপ পেমেন্ট মেথডে ক্লিক করে UPI Lite অপশনটি বেছে নিন।
3) Continue অপশনে ক্লিক করে 2,000 টাকা পর্যন্ত যোগ করে নিন।
4) এবার UPI Lite এর মাধ্যমে টাকা পাঠাতে অ্যাকাউন্ট হিসেবেই UPI Lite সিলেক্ট করুন এবং Pay PIN Free অপশনে ক্লিক করুন।
5) এর মাধ্যমে আপনি খুব সহজেই এবং দ্রুততার সঙ্গে যাঁর অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইছেন, তাঁর কাছে পৌঁছে যাবে।