পিন নম্বর না দিয়েই GPay বা PhonePe-র মাধ্যমে টাকা পাঠাবেন কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 06, 2023 | 10:17 AM

UPI Lite তাদের জন্য খুবই কার্যকর, যাঁরা কম টাকার এবং ঘনঘন পেমেন্ট করেন। খুব সুবিধাজনক পেমেন্ট পদ্ধতিটি আপনাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে টাকা পাঠাতে সাহায্য করবে। তার থেকেও বড় কথা হল আপনাকে কোনও পাসওয়ার্ড দিতে হবে না, কেবল একটাই ক্লিক করবেন আর টাকা পাঠানো হয়ে যাবে।

পিন নম্বর না দিয়েই GPay বা PhonePe-র মাধ্যমে টাকা পাঠাবেন কীভাবে?
প্রতীকী ছবি।

Follow Us

কম টাকার লেনদেনের জন্য এখন বাজারে UPI Lite এসে গিয়েছে। অন্যান্য UPI ট্রানজ়াকশনে যেখানে টাকা পাঠানোর দৈনিক লিমিট 1 লাখ টাকা, সেখানে এই UPI Lite-এর মাধ্যমে একবারে মাত্র 200 টাকাই পাঠানো যায়। UPI Lite ব্যবহার করতে গেলে প্রথমে সেখানে কিছু টাকা রাখতে হবে, যা লিঙ্ক করা থাকবে ব্যাঙ্ক অ্যকাউন্টের সঙ্গে। অ্যাকাউন্টটি ঠিক যখনই সেট আপ করা হয়ে যাবে, ইউজাররা তাঁদের UPI Lite-এ 2,000 টাকা রাখতে পারবেন। দিনে এভাবে সর্বাধিক 4,000 টাকা পর্যন্ত রাখা যেতে পারে।

UPI Lite তাদের জন্য খুবই কার্যকর, যাঁরা কম টাকার এবং ঘনঘন পেমেন্ট করেন। খুব সুবিধাজনক পেমেন্ট পদ্ধতিটি আপনাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে টাকা পাঠাতে সাহায্য করবে। তার থেকেও বড় কথা হল আপনাকে কোনও পাসওয়ার্ড দিতে হবে না, কেবল একটাই ক্লিক করবেন আর টাকা পাঠানো হয়ে যাবে। আজ আমরা দেখে নেব, Google Pay, PhonePe এবং Paytm-এ কীভাবে UPI Lite সেটআপ করবেন এবং তারপরে ব্যবহার করবেন।

Google Pay-তে কীভাবে UPI Lite ব্যবহার করবেন?

1) প্রথমে Google Pay অ্যাপটি আপনার ফোন থেকে খুলুন।

2) আপনার প্রোফাইল পিকচারে ট্যাপ করুন, যা স্ক্রিনের উপরের ডান দিকের কর্নারেই দেখতে পাবেন।

3) Pay Pin Free UPI Lite অপশনে ট্যাপ করুন।

4) UPI Lite ব্যালান্সে টাকা যোগ করতে আপনাকে অনলাইনে যা নির্দেশ দেওয়া হচ্ছে, সেটি ফলো করুন। 2,000 টাকা পর্যন্ত যোগ করতে পারেন।

5) কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেটা বেছে নিন।

6) টাকাটা যোগ করুন।

7) আপনার UPI Lite ব্যালান্সে টাকা যোগ করা হয়ে গেলেই আপনি 200 টাকা পর্যন্ত যে কোনও অ্যাকাউন্টে পাঠাতে পারবেন এবং তার জন্য UPI পিনও দিতে হবে না।

8) পেমেন্ট করার জন্য UPI Lite অপশনটি বেছে নিন এবং আপনার UPI PIN দিয়ে দিন। আপনার UPI Lite ব্যালান্স থেকেই টাকা কাটা হবে।

PhonePe-তে UPI Lite কীভাবে ব্যবহার করবেন?

1) প্রথমে আপনার ফোন থেকে PhonePe অ্যাপটি খুলুন।

2) ফোন পে অ্যাপের হোমস্ক্রিনে UPI Lite অপশনে ট্যাপ করুন।

3) এবার UPI Lite অপশনে ট্যাপ করুন।

4) অনস্ক্রিনে আপনাকে কী নির্দেশ দেওয়া হচ্ছে, তা ভাল করে পড়ে 2,000 টাকা পর্যন্ত আপনার UPI Lite ব্যালান্স যোগ করতে পারেন।

5) একবার আপনি UPI Lite ব্যালান্সে টাকা যোগ করলেই 200 টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারেন, যার জন্য আপনাকে UPI PIN-ও দিতে হবে না।

Paytm-এ UPI Lite কীভাবে ব্যবহার করবেন?

1) ফোন থেকে Paytm অ্যাপটি খুলুন।

2) হোমপেজে গিয়ে ‘Introducing UPI Lite’ অপশনে ক্লিক করুন।

3) লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করুন।

4) টাকা যোগ করুন।

5) টাকা যোগ করা হয়ে গেলেই আপনি QR Code স্ক্যান করে বা মোবাইল নম্বর লিঙ্ক করে যে কাউকে টাকা পাঠাতে পারেন।

Next Article