WhatsApp On Smartwatch: হাতের কব্জি থেকেই চ্যাট! স্মার্টওয়াচে WhatsApp ইনস্টল করার সহজ পদ্ধতি, এখনই শিখে নিন
স্মার্টওয়াচে হোয়াটসঅ্যাপ চালাতে WearOS 3 অপারেটিং সিস্টেমের পাশাপাশিই আপনাকে নিশ্চিত করতে হবে তাতে যেন লেটেস্ট ফার্মওয়্যারটি থাকে। সেই সঙ্গেই আবার হোয়াটসঅ্যাপ ইনস্টলেশন প্রক্রিয়াটি চালানোর জন্য যেন তাতে যথেষ্ট পরিমাণ চার্জও থাকে।

Smartwatches WhatsApp Support: এখন আপনার স্মার্টওয়াচ থেকেও WhatsApp ব্যবহার করতে পারবেন। না, তার জন্য Apple Watch আপনাকে কিনতে হবে না। স্মার্টওয়াচে হোয়াটসঅ্যাপ চালানোর জন্য যা দরকার, তা হল WearOS 3 অপারেটিং সিস্টেম সাপোর্ট করে এমন কোনও স্মার্টওয়াচ। Meta সম্প্রতি একটি ডেডিকেটেড WhatsApp অ্যাপ লঞ্চ করেছে সেই সব স্মার্টওয়াচের জন্য, যেগুলি WearOS 3 দ্বারা চালিত। এর সাহায্যে হাতের কব্জি থেকেই স্মার্টওয়াচ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ মেসেজের উত্তর দিতে পারবেন সরাসরি। এমনকি হোয়াটসঅ্যাপ কল এলে তা-ও রিসিভ করতে পারবেন। এখন আপনার স্মার্টওয়াচেও যদি এই অপারেটিং সিস্টেম থাকে, তাহলে তাতে কীভাবে হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন, সেই পদ্ধতিটি জেনে নিন।
স্মার্টওয়াচে হোয়াটসঅ্যাপ চালাতে WearOS 3 অপারেটিং সিস্টেমের পাশাপাশিই আপনাকে নিশ্চিত করতে হবে তাতে যেন লেটেস্ট ফার্মওয়্যারটি থাকে। সেই সঙ্গেই আবার হোয়াটসঅ্যাপ ইনস্টলেশন প্রক্রিয়াটি চালানোর জন্য যেন তাতে যথেষ্ট পরিমাণ চার্জও থাকে।
1) প্রথমে আপনার স্মার্টওয়াচ থেকে Google PlayStore খুলুন।
2) সেখানে গিয়ে WhatsApp সার্চ করে, তারপর তা সিলেক্ট করুন।
3) এবার Install অপশনে ক্লিক করুন।
4) ইনস্টল হয়ে গেলে আপনার স্মার্টওয়াচ থেকে WhatsApp খুলুন।
5) তারপরে আপনাকে একবার ফোন থেকে WhatsApp খুলতে হবে এবং নিশ্চিত করতে হবে, আপনি একটি নতুন ডিভাইস লিঙ্ক করছেন।
6) এবার আপনি একটি আট-সংখ্যার আলফা নিউমেরিক কোড পেয়ে যাবেন আপনার ঘড়িতে।
7) সেই কোডটি আপনার ফোনে দিয়ে দিন।
8) এখন আপনি যদি সফল ভাবে স্মার্টওয়াচটি লিঙ্ক করাতে পারেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কড ডিভাইস লিস্টে স্মার্টওয়াচটি হাজির হবে Wear OS হিসেবে।
9) আবার আপনার স্মার্টওয়াচটি যদি ওয়াই-ফাই ওনলি হয়, তাহলে আপনি সমস্ত হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়ে যাবেন স্মার্টওয়াচটি একটি ওয়্যারলেস নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করলেই।
10) একই রকম ভাবে আপনার স্মার্টওয়াচ যদি সেলুলার মোডে থাকে, তাহলে Wi-Fi নেটওয়ার্ক ছাড়াই আপনি সমস্ত হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেয়ে যাবেন।
