এবার ভারতেও iPhone ব্যবহারকারীদের জন্য iOS 17, নতুন ফিচার, কীভাবে আপডেট করবেন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 19, 2023 | 2:40 PM

iPhone X, iPhone 8 এবং iPhone 8 Plus ফোনগুলিতে এই আপডেট পাওয়া যাবে না। তার পরিবর্তে iPhone SE, iPhone XR এবং আরও নতুন মডেলগুলির জন্য iOS 17 আপডেট রোল আউট করা হবে। বছর পাঁচেক পুরনো iPhoneগুলি এই আপডেট পাবে না। তার কারণ, এই আপডেটের জন্য দরকার iOS-এর পুরনো ভার্সন।

এবার ভারতেও iPhone ব্যবহারকারীদের জন্য iOS 17, নতুন ফিচার, কীভাবে আপডেট করবেন?
iOS 17 আপডেট এবার ভারতেও।

Follow Us

Apple তার নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করে দিল সকল ব্যবহারকারীর জন্য। iPhone SE (দ্বিতীয় প্রজন্ম বা তার পরবর্তী), iPhone XR এবং নতুন মডেলগুলিও এই আপডেট পেতে চলেছে। কয়েক মাস আগেই জুনে WWDC 2023 শীর্ষক ইভেন্টে iOS 17-এর ঘোষণা করেছিল টেক জায়ান্টটি। সেই সঙ্গেই আবার iPadOS 17, tvOS 17 এবং watchOS 10ও ঘোষিত হয়েছিল। সেই রিলিজ়ের ঠিক পরেই সফটওয়্যার আপডেটটি টেস্টিংয়ের পর্যায়ে চলে যায়। সেই নতুন অপারেটিং সিস্টেমই এবার বিশ্বজুড়ে আইফোন, আইপ্যাড এবং অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য চালু হয়ে গেল।

iOS 17 সাপোর্ট করবে এই সব iPhone

Apple-এর নতুন iOS 17 অপারেটিং সিস্টেম সেই সব iPhone সাপোর্ট করবে, যেগুলিতে A12 বায়োনিক চিপ বা তার পরবর্তী কোনও ভার্সন রয়েছে। এর অর্থ হল, iPhone X, iPhone 8 এবং iPhone 8 Plus ফোনগুলিতে এই আপডেট পাওয়া যাবে না। তার পরিবর্তে iPhone SE, iPhone XR এবং আরও নতুন মডেলগুলির জন্য iOS 17 আপডেট রোল আউট করা হবে। বছর পাঁচেক পুরনো iPhoneগুলি এই আপডেট পাবে না। তার কারণ, এই আপডেটের জন্য দরকার iOS-এর পুরনো ভার্সন।

iOS 17 আপডেট কীভাবে করবেন

আপডেট করার আগে প্রথমে আপনাকে iPhone-এর ব্যাকআপ নিতে হবে। আপডেটের সময় কোনও সমস্যা দেখা দিলে আপনার জরুরি ছবি বা ভিডিয়ো গায়েব হয়ে যেতে পারে। তার জন্য আপনাকে iPhone থেকে iCloud-এ বা একটা কম্পিউটারে ব্যাকআপ করে নিতে হবে iTunes বা Finder ব্যবহার করে।

1) প্রথমে আপনার iPhone কানেক্ট করে নিন একটি Wi-Fi নেটওয়ার্কে।

2) সেটিংস অপশনে চলে যান, সেখান থেকে জেনারেল এবং তারপরে সফটওয়্যার আপডেটে ট্যাপ করুন।

3) যদি iOS 17 দেখতে পান, তাহলে ডাউনলোডে ট্যাপ করে ইনস্টল করে নিন।

4) আপনার পাসকোড দিয়ে দিন।

5) টার্মস অ্যান্ড কন্ডিশনসে Agree করুন।

6) আপডেটটি প্রথমে ডাউনলোড এবং তারপরে ইনস্টল হতে শুরু করবে। প্রক্রিয়াটি কিছুটা সময় নিতে পারে।

7) আপডেটটি ইনস্টল হয়ে গেলেই আপনার iPhone রিস্টার্ট হবে।

iOS 17: নতুন কী ফিচার্স দেখা যাবে

1) আমরা যে ভাবে কমিউনিকেট করি বিশেষ করে ফোন কলের সময়, সেই সংক্রান্ত একাধিক পরিবর্তন দেখা যাবে। কন্ট্যাক্ট পোস্টার্স নামক একটি ফিচার আসছে, যা আপনাকে ছবি বা মিমোজি, ফন্ট সহকারে দেখা যাবে। আপনি যখন কারও সঙ্গে ফোনে কথা বলবেন, তখনই দেখা যাবে এই পোস্টার।

2) লাইভ ভয়েসমেল আপনাকে দেখাবে, কোনও ভয়েসমেল মেসেজের ট্রান্সক্রিপ্ট। রিয়্যাল-টাইম ভিত্তিতেই আপনাকে তা দেখানো হবে। এন্ড কলের বাটনটি সামান্য পরিবর্তিত হয়েছে। মেসেজিং আগের থেকে আরও ভাল হয়ে। iMessage অ্যাপ অ্যাক্সেস করার একটি নতুন রাস্তাও খুলে দেওয়া হয়েছে। তার থেকেও বড় কথা এর অটোকারেক্ট ফিচারের সাহায্যে আপনার যে কোনও টেক্সটের টাইপো অনেক কমে যাবে।

Next Article