Laptop vs Tablet: ল্যাপটপ কিনবেন নাকি ট্যাবলেট! সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই জেনে নিন এই তথ্য

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 02, 2023 | 2:44 PM

Laptop or Tablet: প্রশ্ন হল ল্যাপটপ না কি ট্যাবলেট, কোনটা ভাল? আপনিও যদি বিভ্রান্তিতে ভোগেন যে, আপনার ল্যাপটপ কেনা উচিত না কি ট্যাবলেট, তাহলে এর সমাধান এখানে পেয়ে যাবেন।

Laptop vs Tablet: ল্যাপটপ কিনবেন নাকি ট্যাবলেট! সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই জেনে নিন এই তথ্য

Follow Us

কোনও নতুন গ্যাজেট কেনার আগে মাথায় অনেক প্রশ্ন ঘোরাফেরা করে। আদৌ কেনা ঠিক হবে কি না বা অন্য কিছু কিনলে ভাল হত কি না, এমন অনেক কিছু। আর এই সব প্রশ্নগুলির মধ্যেই একটি সাধারণ প্রশ্ন হল ল্যাপটপ না কি ট্যাবলেট, কোনটা ভাল? আপনিও যদি বিভ্রান্তিতে ভোগেন যে, আপনার ল্যাপটপ কেনা উচিত না কি ট্যাবলেট, তাহলে এর সমাধান এখানে পেয়ে যাবেন। টাকা খরচ করে কোনটি কিনলে আপনার জন্য উপযুক্ত হবে, তা আপনাকে জানানো হবে। তারপরে আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন, কী কিনবেন।

কেন ল্যাপটপ কেনা উচিত?

  • আপনার যদি এমন একটি ডিভাইসের প্রয়োজন হয়, যাতে ভিডিয়ো এডিটিং, গ্রাফিক ডিজাইন বা প্রোগ্রামিংয়ের মতো কাজগুলি করতে পারবেন, তাহলে আপনার ল্যাপটপ কেনাই উচিত।
  • এছাড়াও আপনি যদি অনেক বেশি টাইপিং করেন, বা এমন কাজ করতে হয় যার জন্য কীবোর্ড শর্টকাট ব্যবহার করেন, তাহলে ল্যাপটপই আপনার জন্য একদম উপযুক্ত।
  • আপনি যদি আপনার ডিভাইসটিকে একটি প্রিন্টার বা অন্যান্য ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে চান, তবে কোনও দিক আর না ভেবে ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নিয়ে নিন।
  • ল্যাপটপগুলিতে ইউএসবি-এ, ইউএসবি-সি, এইচডিএমআই ইত্যাদির মতো বিভিন্ন পোর্ট থাকে। আর ট্যাবলেটগুলিতে সাধারণত একটি বা দু’টি পোর্ট থাকে।
  • আপনার যদি বড় স্ক্রিনের প্রয়োজন হয়, তবে ল্যাপটপ আপনার জন্য সেরা হবে। ভিডিয়ো এডিটিং বা সিনেমা দেখার জন্য ল্যাপটপ একদম উপযুক্ত।

আর ট্যাবলেট কেন কিনবেন?

  • আপনি যদি ডিভাইসটি বই পড়তে বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে ব্যবহার করেন, তবে একটি ট্যাবলেট কিনে নিতে পারেন। ট্যাবলেটগুলি হালকা এবং রাখা সহজ।
  • রাস্তায় চলতে চলতে আপনার যদি একটি ডিভাইসে কাজ করার প্রয়োজন হয়, তাহলে একটি ট্যাবলেট একটি ল্যাপটপের চেয়ে ভাল অপশন। তার একমাত্র কারণ হল ট্যাবলেটটি বহন করা সহজ।
  • সবথেকে বড় কথা হল, আপনার বাজেট কম থাকলে ট্যাবলেটের থেকে ভাল অপশন আর কিছু হতেই পারে না। কারণ ল্যাপটপের চেয়ে ট্যাবলেটের দাম কম। তবে বাজারে কিছু হাই-এন্ড ট্যাবলেট রয়েছে। সেগুলির দাম বেশি হয়।
Next Article