Gpay-তে আপনি এখন ক্রেডিট কার্ড দিয়েও করতে পারেন UPI পেমেন্ট, জেনে নিন পদ্ধতি

Add Credit Card In Gpay: এখন আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমেও UPI পেমেন্ট করতে পারবেন। কিন্তু তাও আবার কয়েকটি নির্দিষ্ট ব্যাঙ্কেই। অর্থাৎ এবার থেকে ক্রেডিট কার্ড দিয়েও আপনি UPI পেমেন্ট করতে পারবেন।

Gpay-তে আপনি এখন ক্রেডিট কার্ড দিয়েও করতে পারেন UPI পেমেন্ট, জেনে নিন পদ্ধতি

| Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 11, 2023 | 1:35 PM

Google Pay Tips: UPI-এর ব্যবহার দিনের পর দিন বেড়েই চলেছে। ডিজিটাল দুনিয়ায় একবার স্ক্যান করলেই কাজ শেষ। সেকেন্ডের মধ্য়ে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যায়। ভারতে UPI পেমেন্টের জন্য বেশিরভাগ মানুষই Google Pay, Phone Pay, Paytm ইত্যাদি ব্যবহার করে। এখনও পর্যন্ত গ্রাহকরা Google Pay-তে ডেবিট কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাতে পারতেন। এখন আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমেও UPI পেমেন্ট করতে পারবেন। কিন্তু তাও আবার কয়েকটি নির্দিষ্ট ব্যাঙ্কেই। অর্থাৎ এবার থেকে ক্রেডিট কার্ড দিয়েও আপনি UPI পেমেন্ট করতে পারবেন। কিন্তু কীভাবে এই সুবিধা পাবেন? চলুন জেনে নেওয়া যাক।

সম্প্রতি, NPCI Google Pay-এ UPI পেমেন্টের জন্য Rupay ক্রেডিট কার্ডও চালু করেছে। বর্তমানে, Google Pay-তে ক্রেডিট কার্ড পেমেন্টের সুবিধা শুধুমাত্র অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কানারা ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্কের গ্রাহকদের জন্য শুরু হয়েছে। অর্থাৎ যাদের এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে, শুধু তারাই এই সুবিধা পাবেন। যদি আপনার ক্রেডিট কার্ড এই ব্যাঙ্কগুলির সঙ্গে লিঙ্ক করা থাকে, তাহলে আপনাকে Google Pay-এর সঙ্গে লিঙ্ক করতে হবে। ব্যাস তাহলেই আপনি এই নতুন সুবিধা পাবেন।

কিন্তু কীভাবে লিঙ্ক করবেন?

  • প্রথমে আপনার ফোনে Google Pay অ্যাপ খুলুন এবং সেটিংস মেনুতে যান।
  • এখন ‘setup payment method’-এ ক্লিক করুন এবং add rupay ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করুন।
  • ক্রেডিট কার্ডের শেষ 6 সংখ্যা, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং পিন লিখুন।
  • কার্ডটি অ্যাকটিভ করতে, Rupay ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করুন। ব্যাঙ্ক সিলেক্ট করুন এবং একটি অনন্য UPI পিন বেছে নিন। আপনি যখনই টাকা পেমেন্ট করবেন তখনই আপনাকে সেই পিনটি দিতে হবে।
  • এতেই আপনার ব্যাঙ্কের ক্রেডিট কার্ডটি অনলাইনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এর পর থেকে আপনি যখনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে চাইবেন, আপনাকে সেই অপশনটি দেখানো হবে। আর আপনি সেখান থেকে একটি অপশন বেছে নিতে পারবেন।