Mobile Cover Cleaning: স্মার্টফোন কভারে হলদেটে ভাব? মাজন-হলুদ গুঁড়োতেই ধুয়ে মুছে সাফ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 08, 2023 | 1:06 PM

Transparent Mobile Cover Cleaning: সাধ করে একটি কভার কেনার পর দেখা যায়, কয়েকদিন ব্যবহার করেই তা নোংরা হয়ে গিয়েছে। এটা বেশি দেখা যায় ট্রান্সপারেন্ট কভারে। কয়েকদিনের মধ্যেই তাতে হলুদ ছোপ পড়ে যায়। ফলে ফেলে দেন অনেকেই। কিন্তু এবার সেই সমস্যার সমাধান দেওয়া হবে।

Mobile Cover Cleaning: স্মার্টফোন কভারে হলদেটে ভাব? মাজন-হলুদ গুঁড়োতেই ধুয়ে মুছে সাফ

Follow Us

মোবাইল দেখতে যতই সুন্দর হোক না কেন, খুব কম মানুষই আছেন, যারা কভার ব্যবহার করেন না। ফোনটিকে সুন্দর রাখতে অনেকেই কভার পড়িয়ে রাখেন। মোবাইল আজকাল মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, তা আর বলার অপেক্ষা থাকে না। সকাল বেলা ঘুম থেকে উঠে থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত অনেকেই ফোন ব্যবহার করেন। অনেকেই তাদের ফোনের খুব যত্ন নেন। একই সময়ে, কেউ কেউ মোবাইলের কভারও পরিষ্কার রাখতে পছন্দ করেন।

সাধ করে একটি কভার কেনার পর দেখা যায়, কয়েকদিন ব্যবহার করেই তা নোংরা হয়ে গিয়েছে। এটা বেশি দেখা যায় ট্রান্সপারেন্ট কভারে। কয়েকদিনের মধ্যেই তাতে হলুদ ছোপ পড়ে যায়। ফলে ফেলে দেন অনেকেই। কিন্তু এবার সেই সমস্যার সমাধান দেওয়া হবে। আপনার সঙ্গেই যদি এমন কিছু হয়, তাহলে আর চিন্তার কোনও কারণ নেই। আপনাকে এমন কিছু উপায় জানানো হবে, যাতে আপনি খুব সহজেই হলুদ হয়ে যাওয়া ফোনের কভার পরিষ্কার করে ফেলতে পারবেন। তার জন্য আপনাকে কী করতে হবে জেনে নিন।

কীভাবে মোবাইলের ব্যাক কভার পরিষ্কার করবেন?

  • আপনার মোবাইলের ব্যাক কভার যদি খুব নোংরা হয়ে যায়, তাহলে অবশ্যই পরিষ্কার তা সময়ে সময়ে করুন।
  • ফোনের পিছনের কভার পরিষ্কার করতে প্রথমে মোবাইলের কভার জলে ভিজিয়ে রাখুন।
  • এর পরে, এই জলে সামান্য সার্ফ বা ডিটার্জেন্ট দিন। আপনি চাইলে রান্না ঘরে থাকা হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন। তাহলে আরও ভাল কাজ দেবে।
  • এবার টুথ ব্রাশ দিয়ে মোবাইলের কভারটি ঘষুন।
  • তারপরে এটি আবার সার্ফ ওয়াটারে প্রায় 15 মিনিটের জন্য রেখে দিন।
  • টুথপেস্ট দিয়েও কভারটি পরিষ্কার করতে পারেন। এতে আপনার মোবাইলের কভার একেবারে নতুনের মতো ঝকঝক করবে।
  • মোবাইলের ব্যাক কভার ধোয়ার জন্য প্রথমে পাত্রে জল নিন। এর পর তাতে কভারটি দিন। এবার মোবাইলের কভারে টুথপেস্ট লাগান। তারপর টুথব্রাশের সাহায্যে পরিষ্কার করুন। এতে কভারের হলুদ দাগ দূর হয়ে যাবে।
Next Article