1 জুলাইয়ের আগে Aadhaar-এর সঙ্গে লিঙ্ক না করায় PAN অকেজো? কী করবেন এবার?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 04, 2023 | 12:34 PM

1961 সালের আয়কর আইন অনুযায়ী, দেশের সমস্ত PAN হোল্ডারদের আধারের সঙ্গে তা লিঙ্ক করাটা অত্যাবশ্যক। কেবল যাঁরা এগজ়েম্পট ক্যাটেগরির মধ্যে রয়েছেন, তাঁদের PAN ও Aadhaar লিঙ্ক করার কোনও প্রয়োজন নেই। এখন আপনি যদি প্যান ও আধার লিঙ্ক না করেন, তাহলে কী হতে পারে?

1 জুলাইয়ের আগে Aadhaar-এর সঙ্গে লিঙ্ক না করায় PAN অকেজো? কী করবেন এবার?
প্যান অকেজো হয়ে গেলে কী করবেন।

Follow Us

PAN ও Aadhaar কার্ড লিঙ্ক করার শেষ দিনটি পেরিয়ে গিয়েছে। 1,000 টাকা জরিমানা দিয়ে এই দুটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র সংযুক্তিকরণের শেষ দিন ছিল 30 জুন, 2023। প্রায় এক বছরের বেশি সময় ধরে লিঙ্কিংয়ের এই চূড়ান্ত সময়সীমা পিছিয়ে গিয়ে শেষে জুন মাসের শেষ দিনটিই ছিল ফাইনাল ডেডলাইন। এখন এই সময়কালের মধ্যে যাঁরা প্যান ও আধার লিঙ্ক করতে পারেননি, তাঁরা একাধিক সমস্যার মধ্যে পড়তে পারেন। তার মধ্যে সবথেকে বড় হল, PAN Card অকেজো হয়ে যাওয়া এবং তার ফলে ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যায় পড়া। 30 জুন, 2023 এর মধ্যে যাঁরা প্যানের সঙ্গে আধার লিঙ্ক করতে পারেননি, তাঁদের ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা TDS এবং ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স বা TCS আগের তুলনায় আরও বেশি হারে কাটা হবে।

1961 সালের আয়কর আইন অনুযায়ী, দেশের সমস্ত PAN হোল্ডারদের আধারের সঙ্গে তা লিঙ্ক করাটা অত্যাবশ্যক। কেবল যাঁরা এগজ়েম্পট ক্যাটেগরির মধ্যে রয়েছেন, তাঁদের PAN ও Aadhaar লিঙ্ক করার কোনও প্রয়োজন নেই। এখন আপনি যদি প্যান ও আধার লিঙ্ক না করেন, তাহলে কী হতে পারে?

PAN-Aadhaar লিঙ্ক করেননি, কী হবে এবার?

আপনার PAN অকেজো হয়ে যাবে, যা অ্যাক্টিভেট করতে আপনাকে একটা জরিমানা দিতে হবে। তার জন্য আপনাকে যেতে হবে National Securities Depository Limited (NSDL) পোর্টালে গিয়ে ITNS 280 চালান নম্বরের অধীনে জরিমানার টাকাটি দিয়ে দিতে হবে, যেখানে মেজর হেড 0021 (কোম্পানি ব্যতিরেকে অন্যান্য ইনকাম ট্যাক্স) এবং মাইনর হেড 500 (অন্যান্য রিসিপ্টস)।

তবে হ্যাঁ, আপনার প্যান কার্ডের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না-ও করা থাকে, তাহলেও আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফাইল করতে পারবেন। কিন্তু IT ডিপার্টমেন্ট আপনার রিটার্ন প্রসেস করবে না, যতক্ষণ না আধার ও প্যান লিঙ্কড হচ্ছে।

PAN ও Aadhaar লিঙ্ক করা উচিত কেন?

আধারের সঙ্গে PAN লিঙ্ক করার সবথেকে বড় সুবিধা হল জালিয়াতদের হাত থেকে আপনার নিজেকে রক্ষা করা। এই দুটি কার্ড লিঙ্ক করা থাকলে আপনার নামের অপব্যবহার করে কেউ একাধিক ভুয়ো কার্ড বানাতে পারবে না। এছাড়া করদাতার প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা থাকলে যে কোনও মানুষের কর ফাঁকি ডিটেক্ট করতে পারবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। পাশাপাশি ITR ফাইলিংয়ের প্রক্রিয়াটিও খুব সহজ হয়ে যাবে, কারণ করদাতাদের এটা আর প্রমাণ করতে হবে না যে তাঁরা তাঁদের রিটার্ন ফাইল করেছেন।

Next Article