Air Conditioner Care: গরম আসার আগে থেকেই অনেকে ঘরের এয়ার কন্ডিশনারের সার্ভিসিং করিয়ে নেন। কারণ এই প্রচণ্ড গরমে যাদের বাড়িতে এসি আছে, তাদের বাড়িতে বেশিরভাগ সমই এসি চলতে থাকে। ফলে অনেক সময় দেখা যায়, এয়ার কন্ডিশনারে ব্লাস্ট হয়েছে। শুনেই চমকে উঠলেন তো? ভাবছেন এসিতে আবার কখনও ব্লাস্ট হয় নাকি? আদপে এমনটা হয়। আমেরিকায় এসি ব্লাস্টের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, যা সবার হুঁশ উড়িয়ে দিয়েছে। এসি বিস্ফোরণে সেখানে 29 জন নিহত হয় এবং 200 মিলিয়ন ডলারের ক্ষতি হয়। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, এসিতে কী কারনে ব্লাস্ট হয়? আপনি প্রতিদিন অজান্তেই এমন কিছু ভুল করে বলছেন, যার জন্য আপনার সঙ্গেও এমন কিছু হতে পারে। তাই এখনই জেনে নেওয়া প্রয়োজন, এসি ব্যবহার করার সময় কোন কোন জিনিস মাথায় রাখবেন।
এয়ার কন্ডিশনারে আগুন লাগার প্রধান কারণ হতে পারে দীর্ঘদিন বন্ধ রাখা। নিয়মিত এসি না চালালে এয়ার কন্ডিশনারে ধুলো জমে এবং এর কারণে ঠান্ডা হাওয়ার তুলনায় গরম হাওয়া বেরোয়। এমনকি ঘর ঠান্ডাও হতে চায় না সহজে। ফলে এসির উপর বিরাট চাপ পড়ে। এতে এসিতে আগুন ধরে যেতে পারে।
AC-এর চারপাশে দাহ্য পদার্থ রাখবেন না:
এয়ার কন্ডিশনার এর কাছে দাহ্য পদার্থ রাখবেন না। আগুন লেগে যেতে পারে, এমন কোনও জিনিসই সেই ঘরে না রাখার চেষ্টা করবেন। অনেক সময় সেই থেকেও এসিতে আগুন ধরে যেতে পারে।
নকল পার্টস ব্যবহার করবেন না:
এয়ার কন্ডিশনারে নতুন কোনও পার্টস বসানোর আগে অবশ্যই তা পরীক্ষা করে নিন। ভুলবশত এসি-তে কোনও নকল যন্ত্রাংশ লাগিয়ে দিলে দুর্ঘটনা ঘটতে পারে। ফলে সেই দিকে নজর রাখুন।
সময় মতো সার্ভিসিং করান:
এয়ার কন্ডিশনার সঠিকভাবে পরিষ্কার করতে না পারার ফলে এর এয়ার ভেন্ট, ফিল্টার, কয়েল এবং ফিনে ময়লা এবং ধুলো কণা জমে থাকে। এই জমে থাকা ধুলো এবং ময়লা ঠান্ডা হাওয়াকে বেরতে দেয় না। তাই চেষ্টা করুন সঠিক সময়ে এসিটির সার্ভিসিং করানোর।