Mobile Camera Cleaning Tips: স্মার্টফোনের ক্যামেরা সাফ সহজ কাজ নয়, একটা ভুলে সব শেষ! কাজে লাগান এই টিপস

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 23, 2023 | 9:57 AM

Smartphone Tips: মোবাইল থেকে ভাল ছবি তুলতে হলে ক্যামেরা পরিষ্কার রাখতে হবে। অনেকেই ফোনের ক্যামেরা পরিষ্কার করতে ভয় পান। খারাপ হয়ে যাওয়ার ভয়ে। কিন্তু আপনি খুব সহজেই বাড়িতে এই কাজটি করে ফেলতে পারবেন।

Mobile Camera Cleaning Tips: স্মার্টফোনের ক্যামেরা সাফ সহজ কাজ নয়, একটা ভুলে সব শেষ! কাজে লাগান এই টিপস

Follow Us

Mobile Camera Cleaning: বর্তমানে বাজারে ভাল কোয়ালিটির ক্যামেরা সহ প্রচুর মোবাইল ফোন পাওয়া যায়। কিন্তু সেগুলি দেখভাল করাও আপনার দায়িত্ব। আপনি তখনই ভাল ছবি তুলতে পারবেন, যখন আপনার ফোনের ক্যামেরা একেবারে পরিস্কার থাকবে। মোবাইল থেকে ভাল ছবি তুলতে হলে ক্যামেরা পরিষ্কার রাখতে হবে। অনেকেই ফোনের ক্যামেরা পরিষ্কার করতে ভয় পান। খারাপ হয়ে যাওয়ার ভয়ে। কিন্তু আপনি খুব সহজেই বাড়িতে এই কাজটি করে ফেলতে পারবেন। তার জন্য আপনাকে কয়েকটি উপায় মেনে চলতে হবে।

এই সব টিপস মেনে চলুন:

  • স্মার্টফোনটি ভালভাবে ব্যবহার করুন। বাড়িতে-অফিসে ফোনটি পরিষ্কার জায়গায় রাখুন, যাতে ধুলো না লাগে। এতে ফোনের ক্যামেরা পরিষ্কার থাকে। ফোনটিকে এভাবে কোথাও রাখলে ক্যামেরার বাইরের ধুলো-ময়লার স্তর জমে যায়।
  • স্মার্টফোনের ক্যামেরা পরিষ্কার করার সময় ফোনটি সুইচ অফ করে রাখুন, যাতে কোনও সমস্যা না হয়। ক্যামেরা পরিষ্কার করতে একটি নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন। মোটা কাপড় দিয়ে ক্যামেরা পরিষ্কার করবেন না। কারণ এতে ক্যামেরার কাঁচে দাগ পড়ে যেতে পারে।
  • আপনি লেন্স ক্লিনারও ব্যবহার করতে পারেন। ক্যামেরার পাশাপাশি এলইডি লাইট, সেন্সর ইত্যাদি পরিষ্কার করুন। এতে ছবি একেবারে ঝকঝকে আসবে। আপনি অনলাইনেও এই লেন্স ক্লিনার কিনতে পারবেন।
  • পরিষ্কার করার লেন্স ক্লিনার সরাসরি ক্যামেরায় লাগাবেন না, এতে ক্যামেরা এবং ফোনের ক্ষতি হতে পারে। এছাড়াও, ক্যামেরা পরিষ্কার করার সময়, হাত দিয়ে খুব বেশি চাপ দেবেন না। কাপড় ছাড়া ক্যামেরা স্পর্শ করবেন না।
  • স্প্রে স্ক্রিন ব্যবহার করতে পারেন। স্মার্টফোনের ক্যামেরা পরিষ্কার করতে ভুলেও জল ব্যবহার করবেন না। ফোনের ভিতরে জল গেলে মাদার বোর্ডের ক্ষতি হতে পারে। এছাড়া ভেজা কাপড় দিয়েও ক্যামেরা পরিষ্কার করা উচিত নয়।
  • হার্ড ব্রাশ দিয়ে ক্যামেরা পরিষ্কার করবেন না। বেশিরভাগ মানুষ স্মার্টফোন পরিষ্কার করার জন্য ব্রাশ ব্যবহার করেন। যদি তা নরম হয়, তাহলে কোনও সমস্যা নেই। তবে প্রায়শই ক্যামেরার উপর দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
Next Article