Smartphone Tips: ফোন পুরনো হয়ে যাওয়া মানে কি শুধু তাতে একাধিক স্ক্র্যাচ পড়া? না, ফোন পুরনো হয়ে যাওয়ার সবথেকে বড় সমস্যা হল তা অত্যন্ত ধীর গতির হয়ে যাওয়া। ফোনটা নতুন কেনার সময় তা যা দ্রুত পারফর্ম করে, ঠিক ততটা দ্রুত গতিতে আর সে পারফর্ম করতে পারে না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। তবে একাধিক এমন টোটকা রয়েছে, যা আপনার পুরনো ফোনটাকেই এক্কেবারে নতুন করে রাখতে পারে। না, ডিজ়াইন নতুন করার তোনও সম্ভাবনা নেই, বা স্ক্র্যাচ থাকলে তা-ও উবে যাওয়ারও কোনও সম্ভাবনা নেই। যা হবে, তা হল আপনার পুরনো ফোনটাই নতুনের মতো দ্রুত পারফর্ম করতে পারবে।
প্রত্যেকটা স্মার্টফোন ব্র্যান্ডই তাদের ফোনের জন্য নির্দিষ্ট সময়ান্তরে আপডেট নিয়ে হাজির হয়। সেই সফটওয়্যার আপডেটগুলির মাধ্যমে আপনার পুরনো ফোনটাই দ্রুত পারফর্ম করে, তেমনই আবার নিরাপত্তা সংক্রান্ত একাধিক জরুরি আপডেট পেয়ে যায় এবং বাগ ফিক্সও হয়ে যায়। প্রত্যেক ফোনেই সফটওয়্যার আপডেটের একটা নোটিফিকেশন আসে। এখন একান্তই যদি সেই নোটিফিকেশন না আসে, তাহলে ফোনের সেটিংসে গিয়ে About Device অপশনে চলে যান এবং সেখান থেকে Software Update অপশনে ট্যাপ করুন।
পুরনো ফোন নতুন করার অন্যান্য উপায়
সফটওয়্যার আপডেট করা ছাড়াও আপনার ফোন সবসময় নতুন রাখার একাধিক উপায় রয়েছে। সেগুলি একবার দেখে নেওয়া যাক –
অ্যাপস পারমিশন: আপনি যখনই প্রথমবার কোনও অ্যাপ ইনস্টল করে ওপেন করবেন, আপনার ঠিকানা, পরিচিতি, মোবাইল নম্বর, স্টোরেজ, মাইক্রোফোন, এমনকি ক্যামেরারও অনুমতি চায়। এভাবে আপনি যদি ফোনে ডাউনলোড করা প্রত্যেকটি অ্যাপের জন্য ক্রমান্বয়ে এই সব অনুমতিগুলি দিতে থাকেন, তাহলে ফোনের কর্মক্ষমতা আগের তুলনায় ধীর গতির হয়ে যায়।
ক্যাশে ফাইল: যদি মনে করেন, ফোনটা আগের থেকে অনেক স্লো হয়ে গিয়েছে তাহলে তার ক্যাশে ফাইলগুলি নিয়মিত ক্লিয়ার করতে থাকুন। নিয়মিত ক্যাশে ক্লিয়ার করলে ফোনের অনেকটাই স্টোরেজ খালি হয়ে যায় এবং তা দ্রুত পারফর্ম করতে পারে, মাল্টিটাস্কিংও করতে পারে দ্রুততার সঙ্গেই।
প্রি-ইন্সটল করা অ্যাপ: আপনার ফোনে যদি অতিরিক্ত অ্যাপ ডাউনলোড করে রাখেন এবং তার মধ্যে যদি অনেক অ্যাপ আপনার কাজে না আসে, তাহলে সেগুলি ডিলিট করতে পারেন। ফোনে যত কম অ্যাপ রাখবেন, ততই ফোনটা দ্রুততার সঙ্গে পারফর্ম করবে। এই ধরনের প্রি-ইনস্টল করা অ্যাপগুলি নিষ্ক্রিয় করতে আপনাকে সেটিংস অপশন থেকে অ্যাপে ক্লিক করে অ্যাপস ম্যানেজমেন্টে চলে যেতে হবে। সেখান থেকেই যে অ্যাপগুলিকে আন-ইনস্টল করতে চান, সেগুলিকে এক-এক করে খুলে নিষ্ক্রিয় করুন।