বিজয়া দশমীর পর থেকে WhatsApp অকেজো এই 18 স্মার্টফোনে, তালিকায় আপনারটিও?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 25, 2023 | 1:58 PM

WhatsApp-এর তরফে ঘোষণা করা হয়েছে, Android OS ভার্সন 4.1 বা তার পুরনো সংস্করণগুলি থেকে সাপোর্ট বন্ধ করে দেবে। অর্থাৎ যে সব অ্যান্ড্রয়েড স্মার্টফোন এই অপারেটিং সিস্টেমগুলি দ্বারা চালিত, সেগুলি আর WhatsApp সাপোর্ট করবে না। এখন সেই সব OS চালিত ফোন যদি আপনার কাছে থাকে, তাহলে বড় সমস্যা।

বিজয়া দশমীর পর থেকে WhatsApp অকেজো এই 18 স্মার্টফোনে, তালিকায় আপনারটিও?
পুরনো Android OS ভার্সনের ফোন ব্যবহার করলে এখনই তা বদলে নিন।

Follow Us

WhatsApp প্রতিনিয়ত তার প্ল্যাটফর্ম আপডেট করতে থাকে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ভাল করতে। নিরাপত্তা সংক্রান্ত কোনও গলদ থাকলে তা শুধরে নেয় সেই আপডেটের মাধ্যমে। পাশাপাশি নতুন ফিচার্সও নিয়ে আসে প্ল্যাটফর্মটি। তার ফলে Android, iOS এবং Web ভার্সনের WhatsApp প্রতি মাসেই প্রায় নতুন সিস্টেম আপডেট পায়। এখন সেই সিস্টেম আপডেটগুলি নতুন অপারেটিং সিস্টেমের জন্যই নিয়ে আসা হয়। সেই কারণে পুরনো অপারেটিং সিস্টেমে কিছু না কিছু গলদ থেকেই যায় এবং ধীরে ধীরে সেই পুরনো OS থেকে সাপোর্টও সরিয়ে নেয় WhatsApp।

সম্প্রতি WhatsApp-এর তরফে ঘোষণা করা হয়েছে, Android OS ভার্সন 4.1 বা তার পুরনো সংস্করণগুলি থেকে সাপোর্ট বন্ধ করে দেবে। অর্থাৎ যে সব অ্যান্ড্রয়েড স্মার্টফোন এই অপারেটিং সিস্টেমগুলি দ্বারা চালিত, সেগুলি আর WhatsApp সাপোর্ট করবে না। এখন সেই সব OS চালিত ফোন যদি আপনার কাছে থাকে, তাহলে বড় সমস্যা। সেই ফোনে থাকা হোয়াটসঅ্যাপ এক্কেবারে অকেজো হয়ে যাবে। ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, 24 অক্টোবরের পর থেকে একগুচ্ছ পুরাতন অপারেটিং সিস্টেমের ফোনে WhatsApp Support বন্ধ হয়ে যাবে।

এবারে আবার 24 অক্টোবর বিজয়া দশমী। দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গেলেন আর এসে দেখলেন আপনার ফোনে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করছে না! তাই, আগেভাগে সতর্ক হয়ে ফোনের সফটওয়্যার আপডেট করে নিন। যদি তা আপডেট পাওয়ার যোগ্য না হয়, তাহলে নতুন ফোন কিনে নিন।

24 অক্টোবর থেকে যে সব Android ফোনে WhatsApp কাজ করবে না

মোট 18টি ফোন রয়েছে, যেগুলি Android OS ভার্সন 4.1 বা তার পুরনো অ্যান্ড্রয়েড ভার্সন দ্বারা চালিত। 24 অক্টোবরের পর থেকে নিম্নলিখিত এই ফোনগুলিতে WhatsApp আর কাজ করবে না।

1) Samsung Galaxy S

2) Samsung Galaxy Note 2

3) Samsung Galaxy S2

4) Samsung Galaxy Nexus

5) Samsung Galaxy Tab 10.1

6) HTC Desire HD

7) HTC One

8) HTC Sensation

9) LG Optimus 2X

10) LG Optimus G Pro

11) Sony Ericsson Xperia Arc3

12) Sony Xperia Z

13) Sony Xperia S2

14) Motorola Droid Razr

15) Motorola Xoom

16) Asus Eee Pad Transformer

17) Acer Iconia Tab A5003

18) Nexus 7 (upgradable to Android 4.2)

এই ফোনগুলির মধ্যে বেশিরভাগই হল বেশ পুরনো মডেল। বেশির ভাগ মানুষই এই ফোনগুলি আজকাল আর ব্যবহার করেন না। এখন আপনার কাছে যদি এই ফোনগুলির একটিও থাকে, তাহলে তা দ্রুত বদলে নিতে হবে। তার কারণ, শুধু যে হোয়াটসঅ্যাপের সাপোর্ট পাবেন না এমনটা নয়। পুরনো ফোন ব্যবহার করলে অজান্তেই প্রতারকদেরও আপনি সুযোগ করে দেবেন আর্থিক প্রতারণা করার। আউটডেটেড অপারেটিং সিস্টেম ব্যবহার ঠিক এতটাই বিপজ্জনক। সাইবার আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি করে দেয় ফোনগুলি।

এখন আপনার স্মার্টফোন যদি Android OS ভার্সন 4.1 বা তার পুরনো কোনও ভার্সন দিয়ে চালিত হয়, তাহলে সেটিংস মেনু থেকে আপনার দেখে নেওয়া উচিত, তাতে পরবর্তী OS Update পাওয়া যাবে কি না। সেই কাজটা করতে আপনাকে Settings > About phone > Software Information এই সব অপশনগুলিতে এক-এক করে ক্লিক করতে হবে। আপনার অ্যান্ড্রয়েড সংস্করণটি দেখানো হবে ভার্সন ক্যাটেগরিতে।

WhatsApp আপনার ফোন থেকে সাপোর্ট তুলে নিলে কী হতে পারে

WhatsApp জানিয়েছে, নির্দিষ্ট সময়ের আগেই তারা ব্যবহারকারীদের সফটওয়্যার আপগ্রেড করার রিমাইন্ডার দিতে থাকে। ডিভাইস যদি লেটেস্ট সফটওয়্যারে আপডেটেড না থাকে, তাহলে তাতে আর WhatsApp কাজ করবে না। আর হোয়াটসঅ্যাপ কাজ না করলে, তা থেকে কোনও মেসেজ করা যাবে না, তাতে কোনও মেসেজ আসবে না, ভয়েস-ভিডিয়ো কলের কিছুই করা যাবে না এবং কোনও হোয়াটসঅ্যাপ ফিচারও ব্যবহার করা যাবে না।

যে সব ডিভাইস WhatsApp সাপোর্ট করবে

24 অক্টোবর থেকে যে সব ফোন হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে, সেই তালিকায় রয়েছে –

* Android OS ভার্সন 5.0 এবং তার পরবর্তী

* iPhone যেগুলি iOS 12 ও তার পরবর্তী সংস্করণ

* KaiOS 2.5.0 এবং তার পরবর্তী সংস্করণগুলি, যে তালিকায় রয়েছে JioPhone এবং JioPhone 2

Next Article