সারাদিন Facebook বা Instagram-এ মশগুল আছেন, তাই তো? জানলে অবাক হবেন, Meta-র দুই প্ল্যাটফর্মই আপনার উপরে অনর্গল নজরদারি চালিয়ে যাচ্ছে। আপনি কী দেখছেন, কোন কোন জিনিস লাইক করছেন, কী-কী বিষয়ে বেশি আগ্রহ প্রকাশ করছেন, এসবে নজর রাখতে-রাখতে আপনার পছন্দের সবকিছুই তাদের নখদর্পণে চলে এসেছে। আপনার এমন গুরুতর সমস্যা থেকে সুরাহা দিতে পারে কে? বিশ্বাস করুন, Meta ছাড়া আর কেউ-ই আপনাকে এ বিষয়ে সাহায্য করতে পারবে না। এবার আপনার গোপনীয়তা এবং অনলাইন কার্যকলাপের উপরে আরও নিয়ন্ত্রণ দিতে অ্যাক্টিভিটি অফ-মেটা (Activity Off Meta) নামক একটি নতুন প্রযুক্তি নিয়ে এসেছে সংস্থাটি।
এই প্রযুক্তি আপনার কী সাহায্য করবে? এই যে Facebook এবং Insta-র মতো দুই প্ল্যাটফর্ম আপনার কাছ থেকে যে তথ্য সংগ্রহ করছে, তার একটা নিয়ন্ত্রণ আপনিই নিতে পারেন। আপনার ব্যক্তিগত তথ্যের কতটা প্ল্যাটফর্ম দুটিকে ট্র্যাক করতে দেবেন, সে বিষয়টা এই প্রযুক্তির সাহায্যে আপনিই ঠিক করতে পারবেন। অ্যাক্টিভিটি অফ-মেটা প্রযুক্তি কাজে লাগিয়ে কীভাবে ফেসবুক ও ইনস্টাকে ইন্টারনেটে আপনার কার্যকলাপ ট্র্যাক করা থেকে বিরত রাখবেন, সেই পদ্ধতিগুলিই জেনে নিন।
কীভাবে আপনার ইন্টারনেট কার্যকলাপ ট্র্যাক করা থেকে Instagramকে বিরত রাখবেন:
* প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন। তারপর প্রোফাইল পিকে প্রেস করুন।
* উপরের ডানদিকে কোণায় তিনটি লাইন দেখতে পাবেন, সেখানে ট্যাপ করুন। তারপর প্রাইভেসি অ্যান্ড সেটিংস অপশনে চলে যান।
* এবারে অ্যাক্টিভিটি অপশনে ট্যাপ করুন। সেখান থেকে অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজিসে চলে যান।
* এরপর ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটির টগল অন করুন। এবারে ইনস্টাগ্রাম আর আপনাকে ট্র্যাক করতে সক্ষম হবে না।
কীভাবে Facebookকে আপনার ইন্টারনেট কার্যকলাপ ট্র্যাক করা থেকে বন্ধ করবেন:
* প্রথমে ফেসবুক প্রোফাইলে যান। তারপর উপরের ডানদিকে কোণে দেওয়া থ্রি ডিটসে ক্লিক করুন।
* প্রাইভেসি অ্যান্ড সেটিংস অপশনটিতে ক্লিক করুন।
* এর পরে আপনার ফেসবুক ইনফো থেকে অফ-ফেসবুক অ্যাক্টিভিটিতে চলে যান।
* সেখান থেকে ম্যানেজ ইয়োর অফ-ফেসবুক অ্যাক্টিভিটি-তে ক্লিক করুন। তারপর ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি-তে ট্যাপ করুন।
* সবশেষে ফিউচার অফ-ফেসবুক অ্যাক্টিভিটি বন্ধ করুন।