Air Conditioner Tips: বাইরে প্রবল ঝড়বৃষ্টি, ঘরের মধ্যে AC চালানো উচিত না অনুচিত? জেনে নিন আসল তথ্য

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 26, 2023 | 8:45 AM

AC Care: বৃষ্টির সময় এসি চালানো উচিত? নাকি বন্ধ করে রাখা উচিত? ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সময় এয়ার কন্ডিশনার ব্যবহার করা নিরাপদ কি না। খুব কম মানুষের কাছেই এই প্রশ্নের উত্তর আছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই প্রশ্নের উত্তর।

Air Conditioner Tips: বাইরে প্রবল ঝড়বৃষ্টি, ঘরের মধ্যে AC চালানো উচিত না অনুচিত? জেনে নিন আসল তথ্য

Follow Us

বাড়িতে এসি ব্যবহার করেন, অথচ অনেকেই সঠিকভাবে চালাতে জানেন না। তার উপর এখন প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। কিছু বাড়িতে, বর্ষাকালে এয়ার কন্ডিশনার ব্যবহার বন্ধ থাকে, আবার কেউ কেউ বৃষ্টির সময়ও এয়ার কন্ডিশনার চালান। কিন্তু আপনার মনে কি কখনও প্রশ্ন এসেছে যে, বৃষ্টির সময় এসি চালানো উচিত? নাকি বন্ধ করে রাখা উচিত? ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সময় এয়ার কন্ডিশনার ব্যবহার করা নিরাপদ কি না। খুব কম মানুষের কাছেই এই প্রশ্নের উত্তর আছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই প্রশ্নের উত্তর। বৃষ্টি হোক বা বজ্রপাত, যেকোনও সময় এয়ার কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে। তবে আপনাকে কিছু বিষয়ে বিশেষ যত্ন নিতে হবে।

আপনার বাড়িতে একটি দেওয়ালে এয়ার কন্ডিশনার আছে এবং তার পিছনের অংশটি বহু মানুষেরই বাইরে থাকে। তবে যদি আপনার বারান্দা থেকে, তাহলে বারান্দায় বাইরের মেশিনটিকে সেট করতে পারেন। যদি স্প্লিট এয়ার কন্ডিশনার হয়, তবে এর বাইরের ইউনিটটি আপনার বাড়ির ছাদে ইনস্টল না করে, চেষ্টা করুন এমন কোনও জায়গায় রাখতে, যেখানে সরাসরি বৃষ্টির জল পাবে না।

এই বিষয়ে বিশেষজ্ঞরা কী বলছেন?

যদি বজ্রপাত বা প্রবল বৃষ্টি হয়, তবে আপনার উচিত কিছু সময়ের জন্য এয়ার কন্ডিশনার ব্যবহার বন্ধ রাখা। আপানর মনে হতে পারে এতে এয়ার কন্ডিশনারটির কী ক্ষতি হয়? আদতে তেমন কোনও ধরণের ক্ষতি হয় না। কিন্তু অনেক সময় ভারী বজ্রপাতের কারণে অনেক সময় শর্ট সার্কিট হয়ে যেতে পারে। আগুন লেগে যেতে পারে এসিতে। এমনকি খারাপও হয়ে যেতে পারে। এমন যে সব সময়ই হবে, তেমন কোনও ব্যাপার নেই। তবে ভারী বজ্রপাতে বন্ধ রাখাই শ্রেয়। খুব বেশি বৃষ্টি হলেও কিছু সময়ের জন্য এয়ার কন্ডিশনার ব্যবহার বন্ধ করে দিতে হবে। কারণ যদি বাইরের মেশিনের ভিতরে খুব বেশি জল চলে যায়, তাহলে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। যদিও এমন ঘটনা কম ঘটে, তবুও ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সময় আপনার এয়ার কন্ডিশনার বন্ধ রাখা উচিত।

Next Article