Air Conditioner Tips: অনেক সময় এসি চালানোর পরেও ঠান্ডা হতে চায় না ঘর। ভাবেন এতক্ষণ চালানোর পরেও কেন এমন হচ্ছে। অথচ কারণটা কিছুতেই বুঝতে পারেন না। ফলে এসি চালালেও ইলেকট্রিক বিল খরচ হতেই থাকে, কিন্তু কাজের কাজ কিছু হয় না। এসি চালু থাকলেও গরম লাগে। আপনার এসির সঙ্গেও যদি এমনটি হয়ে থাকে, তাহলে হতে পারে এসির এয়ার ফিল্টারে ময়লা জমে গিয়েছে। ভাবছেন এমন আবার হয় নাকি? আদতে এমনটাই হয়। দীর্ঘদিন এসির ফিল্টার পরিষ্কার না করলে সেটি থেকে হাওয়া বেরতে পারে না। ফলে ঘর ঠান্ডা হয় না। আর কিছুদিন পরে এসিটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খারাপ হওয়ার আগে জেনে নিন কত দিনে এসির এয়ার ফিল্টার পরিষ্কার করা উচিত?
কেন পরিষ্কার করা প্রয়োজন?
আপনি যদি এমন পরিবেশে থাকেন যেখানে প্রচুর ধুলাবালি বা দূষণ থাকে, তাহলে এয়ার ফিল্টারে ময়লা জমে যায়। এই ধরনের এলাকায়, ফিল্টারে দ্রুত ময়লা জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গরম এবং আর্দ্র আবহাওয়ায় এসির এয়ার ফিল্টারে দ্রুত ময়লা জমা হতে পারে।
কত দিন অন্তর পরিষ্কার করতে হবে?
আপনার ব্যবহারের উপর তা নির্ভর করবে। আপনি যদি সারাদিন এসি চালান, সেক্ষেত্রে তাতে বেশি ময়লা জমতে পারে। তাই আপনাকে প্রথমে পরীক্ষা করতে হবে এসি তে কোন ফিল্টার ইনস্টল করা আছে? এমন কিছু ফিল্টার থাকে যা ঘন ঘন পাল্টানোর প্রয়োজন হতে পারে। যদি পুনঃব্যবহারযোগ্য ফিল্টার হয়, তাহলে নিয়মিত পরিষ্কারের প্রয়োজন পড়বে। আপনি যদি আরও ভাল এবং ঠান্ডা হাওয়া চান তবে 2 সপ্তাহ পর পর এসি এয়ার ফিল্টার পরিষ্কার করতে পারেন। তবে, আপনাকে অবশ্যই মাসে অন্তত একবার এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে। আরও লক্ষ্য করতে হবে যে, যদি এক মাসের মধ্য়েই এয়ার ফিল্টারটি নোংরা হয়ে যায়। তবে আপনার তা পরিষ্কার করা উচিত।