ভারতীয়দের লাখ-লাখ টাকা দিচ্ছে ইলন মাস্কের ‘X’, টুইট করলেই মোটা টাকা রোজগার, শিখে নিন পদ্ধতি

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 10, 2023 | 6:19 PM

Earn Money From Twitter X: কী কারণে ভারতীয় ক্রিয়েটররা এই প্ল্যাটফর্ম থেকে হঠাৎ করেই অর্থ উপার্জন করতে শুরু করেছেন? আসলে X তার ক্রিয়েটরদের অ্যাড রেভিনিউ দেওয়া শুরু করেছে। এই পরিষেবা তথা সুযোগের নাম 'X Premium', যাকে এর আগে Twitter Blue বলা হত। বিশ্বের সমস্ত প্রান্তের গ্রাহকদের জন্যই এই পরিষেবাটি অ্যাক্সেসযোগ্য।

ভারতীয়দের লাখ-লাখ টাকা দিচ্ছে ইলন মাস্কের X, টুইট করলেই মোটা টাকা রোজগার, শিখে নিন পদ্ধতি
মাস্কের X থেকে টাকা রোজগারের পদ্ধতি শিখে নিন।

Follow Us

How To Make Money: ইলন মাস্কের X, যা আগে টুইটার নামে অধিক পরিচিত ছিল, ভারতীয়দের লাখ-লাখ টাকা দিতে শুরু করেছে। হ্যাঁ, অবশ্যই সেই সব ভারতীয়, যাঁরা X প্ল্যাটফর্মে নিজেদের ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। ভারতীয় ক্রিয়েটররাও খবরটি নিশ্চিত করে জানিয়েছেন যে, X-এর কন্টেন্ট ক্রিয়েট করে তাঁরা অর্থ উপার্জন করছেন এবং মোটা টাকাই রোজগার হচ্ছে তাঁদের। গব্বর (Gabbar) নামের এক ভারতীয় X ক্রিয়েটর সম্প্রতি একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন। সেই স্ক্রিনশটে দেখা গিয়েছে, 2 লাখ টাকারও বেশি উপার্জন করতে সক্ষম হয়েছেন তিনি। আবার Being Humour অ্যাকাউন্ট থেকেও একটি স্ক্রিনশট পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, সেই X হ্যান্ডেলটি 3.5 লাখ টাকা উপার্জন করেছে।

এখন প্রশ্ন হচ্ছে, কী কারণে ভারতীয় ক্রিয়েটররা এই প্ল্যাটফর্ম থেকে হঠাৎ করেই অর্থ উপার্জন করতে শুরু করেছেন? আসলে X তার ক্রিয়েটরদের অ্যাড রেভিনিউ দেওয়া শুরু করেছে। টুইটার অধিগ্রহণের পরই মাস্ক একটি নতুন উদ্যোগ চালু করেন, যেখানে কন্টেন্ট ক্রিয়েটরদের বিজ্ঞাপন রাজস্বের মাধ্যমে অর্থ উপার্জন করার একটা রাস্তা তৈরি করে দেওয়া হবে। এই পরিষেবা তথা সুযোগের নাম ‘X Premium’, যাকে এর আগে Twitter Blue বলা হত। বিশ্বের সমস্ত প্রান্তের গ্রাহকদের জন্যই এই পরিষেবাটি অ্যাক্সেসযোগ্য। আপনিও কি ‘X’ এর মাধ্যমে অর্থ উপার্জন করতে চান, তার জন্য কোন-কোন বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, কী করতে হবে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নিন।


যোগ্যতা

1) আপনাকে X Premium সাবস্ক্রাইবার হতে হবে, যা এর আগে টুইটার ব্লু হিসেবে পরিচিত ছিল। সেক্ষেত্রে আপনার প্রোফাইলটি অতি অবশ্যই ভেরিফায়েড হতে হবে।

2) গত তিন মাসের পোস্টগুলিতে কমপক্ষে 15 মিলিয়ন অর্গ্যানিক ইম্প্রেশন থাকতে হবে।

3) আপনার ফলোয়ার সংখ্যা হতে হবে অন্তত 500।

যোগ্যতার এই সব মাপকাঠিগুলি আপনি যদি পূর্ণ করতে পারেন, তাহলে পরবর্তী ধাপগুলির দিকে নজর দিন –

1) আপনাকে একটি স্ট্রাইপ অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যা X ব্যবহার করবে। এর মাধ্যমেই আপনার পেমেন্টের প্রসেসিং করা হবে।

2) ক্রিয়েটর হিসেবে অর্থ উপার্জনের জন্য আপনাকে নিম্নলিখিত নিয়মগুলিও মানতে হবে –

* আপনার বয়স অন্তত 18 বছর হতে হবে।

* গত তিন মাস ধরে X প্ল্যাটফর্মে একটি সক্রিয় অ্যাকাউন্ট থাকতে হবে।

* গত 30 দিনে অন্তত 25 টুইট করেছেন।

* X হ্যান্ডেলের প্রোফাইল ছবি, বায়ো এবং হেডার ইমেজ ইত্যাদি মেইন্টেন করতে হবে।

* ইমেল আইডি এবং টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ভেরিফাই করে রাখতে হবে।

* ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড কন্টেন্ট মানিটাইজ়েশন স্ট্যান্ডার্ড সংক্রান্ত রেকর্ড ক্লিয়ার করতে হবে।

* রাষ্ট্র-অধিভুক্ত মিডিয়া অ্যাকাউন্ট হলে চলবে না।

* আপনার প্রোফাইলের অথেন্টিক আইডেন্টিটি থাকতে হবে।

উপরের এই সব নিয়মাবলী যদি আপনি মানতে পারেন, তাহলেই Ads Revenue Sharing-এর জন্য আবেদন করতে পারেন। তার জন্য আপনাকে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং অ্যাকাউন্ট সেটিংস অপশনে যেতে হবে। সেখানেই Ads Revenue Sharing অপশনটি দেখতে পাবেন এবং সেটি সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে ‘Join And Set Up Payouts’ অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে আপনাকে Stripe-এ নিয়ে যাওয়া হবে অ্যাকাউন্ট সেটআপ করার জন্য। সেখান থেকেই আপনি পেমেন্ট রিসিভ করতে থাকবেন।

নির্দিষ্ট সময়ান্তরে X থেকে টাকা পেতে থাকবেন আপনি। ইলন মাস্কও সম্প্রতি জানিয়েছেন, প্রথম 12 মাসে ক্রিয়েটরদের কাছ থেকে তাঁদের অ্যাড রেভিনিউ শেয়ারের কোনও অংশ নেওয়া হবে না। আসলে, এই মুহূর্তে প্ল্যাটফর্মে ক্রিয়েটরদের রোজগারের উপরে ফোকাস করতে চাইছেন ইলন মাস্ক।

Next Article