UPI-তে পাঠান একসঙ্গে 5 লক্ষ টাকা, বিরাট সিদ্ধান্ত সরকারের

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Dec 10, 2023 | 11:12 AM

UPI Payment: UPI ভারতে প্রায় অনেক মানুষই ব্যবহার করে। এ কারণেই সরকার UPI-তে বিভিন্ন পরিবর্তন আনতে থাকে। এবার সরকার আবারও এই নিয়ম পরিবর্তন করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস UPI নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন।

UPI-তে পাঠান একসঙ্গে 5 লক্ষ টাকা, বিরাট সিদ্ধান্ত সরকারের

Follow Us

একটা QR স্ক্যান, আর কয়েক সেকেন্ডে টাকা পৌছিয়ে যাচ্ছে, যার কাছ আপনি পাঠতে চান। UPI ভারতে প্রায় অনেক মানুষই ব্যবহার করে। এ কারণেই সরকার UPI-তে বিভিন্ন পরিবর্তন আনতে থাকে। এবার সরকার আবারও এই নিয়ম পরিবর্তন করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস UPI নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য UPI পেমেন্টের সীমা বাড়ানো হয়েছে।

এমনটাই তথ্য দিয়ে RBI গভর্নর বলেছেন, “সরকার UPI-এর সীমা 1 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ করার সিদ্ধান্ত নিয়েছে। UPI লেনদেনের বিভিন্ন বিভাগ সময়ে সময়ে পরিবর্তিত হয়। জনগণের চাহিদার কথা মাথায় রেখে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইউপিআই সীমা 1 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে।”

তিনি জানান, এমন সিদ্ধান্ত গ্রহন করার কারণ হল মানুষ এবার খুব সহজে UPI করতে পারবে। UPI ভারতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই কারণেই এটি ভারতে এত জনপ্রিয়। এর সঙ্গে ই-ম্যান্ডেটের অধীনে সীমাও বাড়ানো হয়েছে। এই সীমাও বাড়িয়ে 1 লাখ টাকা করা হয়েছে, যেখানে আগে ছিল 15 হাজার টাকা।

এই পরিবর্তনটি ই-ম্যান্ডেটেও করা হয়েছে –

শক্তিকান্ত দাসের মতে, সীমা 1 লক্ষ টাকা বাড়ানোর পিছনে মূল কারণ হল মিউচুয়াল ফান্ড সাবস্ক্রিপশন, বীমা প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং ক্রেডিট কার্ড পরিশোধ। ই-ম্যান্ডেটের ব্যবহার শুধুমাত্র নতুন প্যারামিটারের অধীনে বাড়ানো যেতে পারে। আপনি Paytm, Google Pay, Phonepe এবং Amazon Pay-এর সাহায্যে UPI পেমেন্টও করতে পারেন। এতে কোনও রকম সমস্যা হবে না।

Next Article