
হাতে গোনা আর একটা দু’টো মাস। তারপরেই শীতের দেখা পাওয়া যাবে। আর অনেকেই শীতে গরম জল ছাড়া চিন্তাই করতে পারেন না। স্নান করা হোক বা মুখ ধোয়া, গরম জলের দরকার পড়েই। আর গিজ়ারের দাম বেশি হওয়ায় সবার পক্ষে তা কেনা সম্ভবও হয় না। যদিও আরও একটি ব্যবস্থা আছে। তা হল গ্যাসে জল গরম করে নেওয়া। কিন্তু বার বার কী আর তা সম্ভব হয়? গ্যাসের দামও যে খুব একটা কম, তা নয়। তবে উপায় কী? আপনি একটি ওয়াটার হিটার রড কিনতে পারেন। ইতিমধ্যেই অনেকে এর ব্যবহার জানেন হয়তো। কিন্তু অনেকের কাছেই এটা নতুন একটি যন্ত্র। এবার আপনার মনে হতে পারে, আপনি তো জানেন এটি কীভাবে ব্যবহার করে? কিন্তু আপনি কি আদৌ সঠিকভাবে ব্যবহাব করতে জানেন? নাকি প্রায় প্রতিদিন এমন কিছু ভুল করে বসেন, যার জন্য আপনাকে বড় বিপদে পড়তে হতে পারে।
এতে কী ধরনের বিপদ ঘটে?
আপনি যদি এটি ঠিক করে ব্যবহার করতে না পারেন, তাহলে এটি যখন তখন গরম হয়ে ফেটে যেতে পারে। আর তাতে বড় বিপদ ঘটে যাওয়ার সম্ভবনা রয়েছে। জলের ডুবে থাকাকালীন কোনও রকম সমস্যা হলেই চারিদিকে কারেন্ট ছড়িয়ে পড়তে পারে। তাই আপনার উচিত এটিকে ঠিকভাবে ব্যবহার করা। চলুন জেনে নেওয়া যাক জল গরম করার সময় ওয়াটার হিটার রড ব্যবহার করলে কী কী করা উচিত নয়।
সঠিক উপায় জেনে নিন: