সার্চিংয়ের জগতে Google এর ধারে কাছে কেউ নেই। বিগত বেশ কিছু বছর ধরে এই ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য চালিয়ে গিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। এখন সেই Google Search AI দ্বারা চালিত। চলতি বছরের মে মাসে AI দ্বারা চালিত গুগল সার্চের সঙ্গে বিশ্ববাসীর পরিচয় করায় টেক জায়ান্ট। গুগলের সেই AI পাওয়ার্ড সার্চ এখন ভারতেও চলে এল। ভারতের পাশাপাশি জাপানেও গুগলের নতুন সার্চ প্রক্রিয়া চালু করা হয়েছে। প্রাথমিক ভাবে Google Search AI লঞ্চ করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটের জন্য। সম্প্রতি একটি নতুন ব্লগ পোস্টে সংস্থাটি জানিয়েছে, SGE বা সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স আরও অনেক মানুষের ব্যবহারের জন্য নিয়ে আসা হচ্ছে।
Google SGE এখন ভারত ও জাপানে
ব্লগ পোস্টে Google লিখছে, “চলতি সপ্তাহে আমরা সার্চ ল্যাব নিয়ে এসেছি মার্কিন যুক্তরাষ্ট্রের পর প্রথম দুই দেশে- ভারত ও জাপানে। এর দ্বারা আরও বেশি সংখ্যক মানুষ যে কোনও টপিক আরও দ্রুততার সঙ্গে বুঝতে পারবেন, পাশাপাশি নতুন ভিউপয়েন্ট এবং ইনসাইটও পেয়ে যাবেন ব্যবহারকারীরা।”
ওই ব্লগ পোস্টে উল্লেখ করা হয়েছে, ভারতের ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ ফিচার
যোগ করা হয়েছে। ব্যবহারকারীরা একটি নতুন ল্যাঙ্গুয়েজ টগল খুঁজে বের করতে পারবেন, যার মাধ্যমে বহুভাষিক বক্তারা সহজে ইংরেজি এবং হিন্দির মধ্যে খুব সহজে সুইচ করতে পারবেন। তবে বিজ্ঞাপনের বিষয়টি আগের মতো একই থাকছে। আগের মতোই ডেডিকেটেড স্লটে দেখানো হবে বিজ্ঞাপনগুলি।
সাধারণত, আপনি যখন গুগলে কিছু সার্চ করেন, তখন আপনাকে ওয়েবপেজ লিঙ্কগুলির একটি তালিকা দেখানো হয়। সেই লিঙ্কের মধ্যে থেকেই একটিতে ঢুকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলি আপনি জেনে নিতে পারেন। কিন্তু SGE-র ক্ষেত্রে বিষয়টি ঠিক তা নয়। এখানে Googleই আপনার জন্য সব কাজ করবে। সার্চ রেজ়াল্টের উপরে একটি AI জেনারেটেড সামারি দেখানো হবে। এছাড়াও গুগল তার সার্চ রেজ়াল্টে আরও ভিজ্যুয়াল যোগ করতে চলেছে, যা ব্যবহারকারীর জন্য সত্যিই উপকারী একটি বৈশিষ্ট্য হতে চলেছে।
কীভাবে এই ফিচার ব্যবহার করবেন
1) Google থেকে নতুন সার্চিং ফিচার ব্যবহার করতে প্রথমেই আপনাকে যেতে হবে Google.com-এ।
2) সেখানে গিয়ে সার্চ ল্যাব আইকন খুঁজে বের করুন, যা দেখতে পাবেন স্ক্রিনের উপরের ডান দিকে।
3) ক্লিক করুন, একটি পপআপ দেখতে পাবেন, যেখানে SGE, সার্চিংয়ে জেনারেটিভ AI নিয়ে বলা হবে।
4) একটা লাইন দেখতে পাবেন এখানে। তার ঠিক পাশেই রয়েছে একটি টগল বাটন। সেখানে আপনাকে বলা হবে, ‘টার্ন অন করলেই আপনার সার্চিংয়ের সময় SGE চলে আসবে।’
5) পাশাপাশি আপনি ট্রাই অ্যান্ড এগজ়াম্পল অপশনেও ক্লিক করতে পারেন। সেখানে গুগল আপনাকে দেখাবে, কীভাবে সার্চ এক্সপিরিয়েন্স কাজ করে। তাছাড়া নতুন ফিচার সম্পর্কে ফিডব্যাক জানানোর এটি একটি ফিচার।