5G ইন্টারনেট পরিষেবা চালু করে দিল Vi, ফোনের কোন সেটিংস বদলাবেন?

Vodafone-Idea's 5G Service: যারা শুধু 5G সিম নেবে, তারাই ব্যবহার করতে পারবে এই পরিষেবা? এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছিল কোম্পানিটি। গত বছর অর্থাৎ 2022-এ কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যবহারকারীদের 4G সিম কার্ড পরিবর্তন করতে হবে না। কারণ এই সিমে 5G কাজ করবে, তাও কোনও সমস্যা ছাড়াই।

5G ইন্টারনেট পরিষেবা চালু করে দিল Vi, ফোনের কোন সেটিংস বদলাবেন?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 8:58 PM

অবশেষে ভারতীয় টেলিকম কোম্পানি Vi দেশের কিছু নির্বাচিত এলাকায় 5G পরিষেবা শুরু করেছে। এটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই কোম্পানির ওয়েবসাইটে 5G সংক্রান্ত কিছু বিবরণ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি Vi-এর সিম ব্যবহার করেন, তাহলে এবার থেকে 5G পরিষেবা পেয়ে যাবেন। Vi 5G পরিষেবা ব্যবহার করতে, একটি 5G-রেডি সিম প্রয়োজন হবে। 2022 সালে একটি প্রেস রিলিজের মাধ্যমে, কোম্পানি জানিয়েছিল, 4G, 3G বা পুরনো পরিষেবাগুলির তুলনায় 5G পরিষেবার সাহায্যে মানুষ যে কোনও জিনিস দ্রুত ডাউনলোড করে নিতে পারবে। তবে কি যারা শুধু 5G সিম নেবে, তারাই ব্যবহার করতে পারবে এই পরিষেবা?

এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছিল কোম্পানিটি। গত বছর অর্থাৎ 2022-এ কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যবহারকারীদের 4G সিম কার্ড পরিবর্তন করতে হবে না। কারণ এই সিমে 5G কাজ করবে, তাও কোনও সমস্যা ছাড়াই। নেটওয়ার্কে 5G পরিষেবা পেতে, ব্যবহারকারীর একটি 5G স্মার্টফোন থাকতে হবে। Vi-এর 5G পরিষেবা প্রথমে পুনে এবং দিল্লির কিছু এলাকায় দেওয়া হবে। কোম্পানির মতে, গ্রাহকরা দিল্লি এবং পুনেতে নির্বাচিত জায়গায় 5G পরিষেবা পেয়ে যাবেন। তারপরে ধীরে ধীরে অন্য জায়গায় নিয়ে আসা হবে। এবার প্রশ্ন হল ফোনে কীভাবে 5G কানেক্ট করবেন?

কীভাবে 5G পরিষেবা পাবেন?

প্রথমে আপনাকে ফোনের সেটিংসে (Settings) যেতে হবে। তারপর আপনাকে আপনার Vi Connection-টি সিলেক্ট করতে হবে। যদি আপনার এলাকায় 5G থাকে, তাহলে আপনাকে পছন্দের নেটওয়ার্ক টাইপ 5G-তে পরিবর্তন করতে হবে। আপনি যদি 5G নেটওয়ার্ক ব্যবহার না করেন, তবে ফোনটি পুনরায় চালু করতে পারেন। তবে Jio এবং Airtel তাদের নির্বাচিত প্ল্যানগুলিতে আপনি আনলিমিটেড 5G পরিষেবা পেয়ে যাবেন। কিন্তু Vi এর পক্ষ থেকে এ ধরনের কোনও ঘোষণা করা হয়নি।