Mobile Cover Tips: ফোনের কভার কি উপকারের পরিবর্তে ক্ষতি করছে? এই খবর পড়লে এড়াতে পারবেন বিপদ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 21, 2023 | 12:43 PM

Disadvantages Of Mobile Cover: দোকান থেকে সুন্দর সুন্দর কভার কিনে আনছেন, যাতে ফোনটি দেখতে আরও সুন্দর হয়ে যায়। কিন্তু হচ্ছে ঠিক তার বিপরীত। তার উপর বিভিন্ন ক্ষতিও হচ্ছে।

Mobile Cover Tips: ফোনের কভার কি উপকারের পরিবর্তে ক্ষতি করছে? এই খবর পড়লে এড়াতে পারবেন বিপদ

Follow Us

Mobile Tips: বর্তমানে ফোনের সঙ্গে পাল্লা দিয়ে কভারও পাওয়া যাচ্ছে। কারণ দামি ফোনের যত্ন নেওয়ার একমাত্র ভাল উপায় হল একটি কভার ব্যবহার করা। একবার হাত থেকে পড়ে গেলেই মুশকিল। যদি কভার না লাগানো থাকে, তাহলে তো আরও বিপদ। কিন্তু কভার যেমন ফোনকে ঠিক রাখে, তেমন ফোনের ক্ষতিও করে। শুনেই অবাক হলেন তো? ভাবছেন এমন আবার হয় নাকি? আদতেই এমনটা হচ্ছে। কারণ এখন বেশিরভাগ ফোনের পিছনের গ্লাস লাগানো থাকে। ফলে তাতে অনেক ক্ষতি হয়। আপনি জানতেও পারছেন না, অথচ আপনার ফোনের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। দোকান থেকে সুন্দর সুন্দর কভার কিনে আনছেন, যাতে ফোনটি দেখতে আরও সুন্দর হয়ে যায়। কিন্তু হচ্ছে ঠিক তার বিপরীত। তার উপর বিভিন্ন ক্ষতিও হচ্ছে। এই সব কিছু থেকে আপনাকে সতর্ক হতে হবে। চলুন জেনে নেওয়া যাক কভারের জন্য আপনার ফোনের কী-কী ক্ষতি হচ্ছে।

  • খুব কম দামের কভার ব্যবহার করবেন না। ভাল মানের ফোনের কভার ব্যবহার না করলে ফোনের মধ্যে ব্যাকটেরিয়া জমে যাওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে।
  • ফোনের কভার লাগালে ফোন দ্রুত গরম হয়ে যায়, ফলে ফোন দ্রুত হ্যাং হয়। এমনকি যখনই দেখবেন আপনার ফোনটি অতিরিক্ত গরম হয়ে গিয়েছে, চেষ্টা করবেন কভারটি খুলে রাখার।
  • কিছু রিপোর্ট অনুসারে, ফোনে কভার থাকার কারণে ফোন দ্রুত গরম হয়। ফলে চার্জও ধীরে হয়। এমনকি কিছু সময়ের পর ফোনটি কাজ করাও বন্ধ করে দেয়।
  • এমন অনেক ফোনের কভার থাকে, যাতে চুম্বক দেওয়া থাকে। চেষ্টা করবেন সেই সব কভার ব্যবহার না করার। কারণ ওই ধরনের কভার GPS এবং Compass-এ সমস্যা হতে পারে। ফলে আপনার ফোনের ম্যাপ ঠিকভাবে কাজ করবে না।
  • ফোনের কভারের ক্ষতি এড়াতে ফোন চার্জ করার সময় কভার খুলে ফেলুন। আপনি যখনই গেম খেলবেন, ফোনের কভার খুলে রাখাই ভাল। এমনও অনেকসময় হয়, যে একটুক্ষণ ফোন ঘাঁটার পরেই ফেনটি গরম হয়ে যায়। সেক্ষেত্রে কভারটি খুলে রাখুন। যদি অনেকক্ষণ ধরে কোনও ভিডিয়ো শুট করেন তবে তার আগে কভারটি খুলে রাখাই ভাল।

 

Next Article