স্মার্টফোনে সবচেয়ে বেশি কী সার্চ করেন ভারতীয়রা? সব ফাঁস হয়ে গেল এক রিপোর্টে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 08, 2023 | 9:00 AM

Smartphone Uses Survey: প্রতিবেদন অনুসারে, স্মার্টফোনটি বেশিরভাগ ইউটিলিটি বিল পরিশোধের জন্য ব্যবহৃত হয়। রিপোর্ট অনুযায়ী, প্রায় 86% ব্যবহারকারী তাদের স্মার্টফোন ব্যবহার করেন রোজকার প্রয়োজন মেটাতে।

স্মার্টফোনে সবচেয়ে বেশি কী সার্চ করেন ভারতীয়রা? সব ফাঁস হয়ে গেল এক রিপোর্টে

Follow Us

বর্তমানে প্রচুর মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত ফোন ছাড়া উপায় নেই। কিন্তু আপনি সাধারণত কী জন্য ফোন ব্যবহার করেন? সারাদিন তাতে কী খোঁজেন? মনে হতে পারে, সারাদিনের অনেক কাজের জিনিসই সার্চ করে দেখেন। অনেকেই কিন্তু রোজকার কাজ সারার জন্য স্মার্টফোন ব্যবহার করেন না। তাহলে তাদের স্মার্টফোনে কাজ কী? এই সব প্রশ্নের সঠিক উত্তর বেরিয়ে এসেছে একটি নতুন গবেষণায়। Vivo-র এক গবেষণা প্রতিবেদনের রিপোর্টে প্রকাশ পেয়েছে সম্পূর্ণ নতুন তথ্য, যা জানলে আপনি অবাক হবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রতিবেদন অনুসারে, স্মার্টফোনটি বেশিরভাগ ইউটিলিটি বিল পরিশোধের জন্য ব্যবহৃত হয়। রিপোর্ট অনুযায়ী, প্রায় 86% ব্যবহারকারী তাদের স্মার্টফোন ব্যবহার করেন রোজকার প্রয়োজন মেটাতে। গবেষণায় দেখা গিয়েছে, বেশিরভাগ মানুষ সারাদিনের কাজ মেটাতে স্মার্টফোন ব্যবহার করেন। অর্থাৎ তারা স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও থাকতে পারবেন না। প্রতিবেদন অনুসারে, প্রায় 80.8% মানুষ অনলাইন শপিংয়ের জন্য স্মার্টফোন ব্যবহার করেন। এর সঙ্গে, প্রায় 61.8% মানুষ প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে স্মার্টফোন ব্যবহার করে। প্রতিবেদন অনুসারে, যে কোনও অনলাইন পরিষেবার জন্য, 66.2% ব্যবহারকারী স্মার্টফোন ব্যবহার করছেন।

এছাড়াও, 73.2% লোক রোজকার খাবারের জিনিসপত্র অর্ডার করতে স্মার্টফোন ব্যবহার করে। ডিজিটাল পেমেন্টের জন্য, 58.3% লোক স্মার্টফোন ব্যবহার করে। এই গবেষণাটি করার আসল উদ্দেশ্য হল, বর্তমানে স্মার্টফোন মানুষের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ, সেটা দেখা।

মহিলা নাকি পুরুষ? কে সবচেয়ে বেশি ফোন ব্যবহার করে?

সবকিছুতেই নারী না পুরুষ কে এগিয়ে, তার নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকে। আর তাই এই গবেষণাতেও উঠে এসেছে অবাক করা তথ্য। নারী নাকি পুরুষ, কে বেশি স্মার্টফোন ব্যবহার করেন, তা জানার জন্য একটি সমীক্ষা করা হয়েছিল। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, পুরুষের তুলনায় নারীরা বেশি স্মার্টফোনে আসক্ত। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 62% পুরুষের স্মার্টফোন রয়েছে। সারা দেশে, প্রায় 38% মহিলার স্মার্টফোন রয়েছে। আর যদি বড় এবং ছোট শহরগুলির কথা বলা হয়, তাহলে মেট্রো শহরগুলিতে স্মার্টফোন ব্যবহারের হার 58%। আর নন-মেট্রো শহরগুলি 41% মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। কিন্তু আসক্তির দিক থেকে দেখতে গেলে সারাদিনে পুরুষদের থেকে মহিলারা বেশিক্ষণ স্মার্টফোন ব্যবহার করেন।

Next Article
Cache Clearing Tips: ক্যাশে ক্লিয়ার না করলে অচিরেই ফোনের মৃত্যু! সাফ করার দমদম দাওয়াই
Fridge tips: বিদ্যুৎ খরচ কমাতে দিনে কতবার ফ্রিজের সুইচ অফ করবেন? এক নজরে জেনে নিন বিস্তারিত