WhatsApp-এ এবার পেমেন্ট করুন Gpay, Paytm-এর মতো, চলে এল নতুন ফিচার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 20, 2023 | 7:46 PM

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ তার ব্লগ পোস্টের মধ্যে দিয়ে জানিয়েছে, তারা এমন একটি ফিচার আনতে চলেছে, যার মাধ্যমে আপনি চ্যাট করার সময় সহজেই কেনাকাটা করতে পারবেন।

WhatsApp-এ এবার পেমেন্ট করুন Gpay, Paytm-এর মতো, চলে এল নতুন ফিচার

Follow Us

সম্প্রতি মেটা-মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে একটি নতুন আপডেট এসেছে, যার সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা UPI অ্যাপ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং ব্যবহার করে অনলাইন পেমেন্ট করতে পারবেন। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপের এই আপডেটটি ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন। এমনকি আপনি সিনেমার টিকিটও বুক করতে পারবেন। হোয়াটসঅ্যাপ এক ব্লগ পোস্টে এই তথ্য দিয়েছে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপ পেমেন্ট ফিচার:

হোয়াটসঅ্যাপ তার ব্লগ পোস্টের মধ্যে দিয়ে জানিয়েছে, তারা এমন একটি ফিচার আনতে চলেছে, যার মাধ্যমে আপনি চ্যাট করার সময় সহজেই কেনাকাটা করতে পারবেন। যেমনভাবে কোনও শপিং অ্যাপের কার্টে আইটেম যোগ করা যায়। তেমনভাবেই হোয়াটসঅ্যাপ বিভিন্ন আইটেম কার্টে যোগ করা যাবে। ভারতের সমস্ত UPI অ্যাপের মাধ্যমে ডেবিট এবং ক্রেডিট কার্ডের মতো তাদের পছন্দের জিনিসগুলি কিনতে পারবেন।

হোয়াটসঅ্যাপের ব্লগে আরও বলা হয়েছে যে, “UPI অ্যাপে এখন Google Pay, PhonePe, Paytm এবং আরও অনেক কিছু রয়েছে। আগে, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে এই অ্যাপগুলির মাধ্যমে অর্থপ্রদান করতে পারত, তবে হোয়াটসঅ্যাপের বাইরে রিডাইরেক্ট করার পরে, তবে এখন এটি করার দরকার নেই।”


100 মিলিয়ন ব্যবহারকারীদের WhatsApp পেমেন্ট ফিচার ব্যবহার করতে হবে হোয়াটসঅ্যাপের দেওয়া তথ্য অনুসারে। ভারতে হোয়াটসঅ্যাপের 500 মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। তবে মাত্র 100 মিলিয়ন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করেন। এমন পরিস্থিতিতে এই বড় পরিবর্তনের জন্য হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার যুক্ত করেছে। এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড শপিং Jio Mart এবং চেন্নাই এবং ব্যাঙ্গালোর মেট্রো সিস্টেমে ব্যবহার করা যেত। এমন পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার পেমেন্টের জন্য আরও অনেক অপশন আনতে চলেছে।

Next Article