হোয়াটসঅ্যাপ Status ডাউনলোড করুন কোনও অ্যাপ ছাড়াই, শুধু পাল্টে নিন ফোনের এই সেটিংস

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 31, 2023 | 11:13 AM

WhatsApp Status Download: আপনাকে এমন একটি ট্রিকস জানানো হবে, যাতে আপনার পছন্দ মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ সহজেই ডাউনলোড হয়ে যাবে আপনার বন্ধুর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস।

হোয়াটসঅ্যাপ Status ডাউনলোড করুন কোনও অ্যাপ ছাড়াই, শুধু পাল্টে নিন ফোনের এই সেটিংস

Follow Us

স্মার্টফোন আছে অথচ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নেই, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কাজের ক্ষেত্রে হোক বা অবসর সময়ে বন্ধুদের সঙ্গে কথা বলা, সব কিছুতেই অ্যাপটি ছাড়া উপায় নেই। এমনকি দূরে থাকা প্রেমিক প্রেমিকাকে ভিডিয়ো কলে দেখার ক্ষেত্রেও প্রথমেই মাথায় আছে হোয়াটসঅ্যাপের কথা। এতে দুর্দান্ত সব ফিচারও রয়েছে। যদিও ইদানিং কোম্পানিটি একের পর এক নতুন ফিচার এনে হাজির করছে। তার মধ্যেই এমন কিছু ফিচার এমনও রয়েছে, যা অনেকের কাছেই পরিচিত। বহু দিনের পুরনো একটি ফিচার হল স্ট্যাটাস (WhatsApp status)।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডাউনলোড করতে পারবেন…

প্রায় প্রতিদিনই এই ফিচার ব্যবহার করা হয়। স্ট্যাটাস বারে এমন অনেক স্ট্যাটাস থাকে, যা দেখা মাত্রই পছন্দ হয়ে যায়। অথচ তা ডাউনলোডকরার উপায় নেই। ফলে যে ব্যক্তি সেই স্ট্যাটাস দিয়েছেন, তার থেকে চেয়ে নেওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। সমস্যা একটাই। সে যখন অন হবে, তখনই সেই স্ট্যাটাস পাওয়া যাবে। ততক্ষণ অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই। এবার আপনাকে এমন একটি ট্রিকস জানানো হবে, যাতে আপনার পছন্দ মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ সহজেই ডাউনলোড হয়ে যাবে আপনার বন্ধুর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস।

ডাউনলোড করবেন কীভাবে?

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটি অ্যাপে 24 ঘন্টা স্ট্যাটাস থাকে। এতে ব্যবহারকারীরা তাদের ছবি বা ভিডিয়ো দিতে পারেন। টেক্সট স্ট্যাটাসও দেওয়া যায়। স্ট্যাটাস ফিচারটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই নয়, ফেসবুক এবং ইনস্টাগ্রামেও রয়েছে।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কীভাবে ডাউনলোড করবেন?

  1. প্রথমে ফাইল ম্যানেজার অ্যাপটি ডাউনলোড করুন। এটিতে আপনি লুকানো ফাইলও দেখতে পাবেন। আপনি এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।
  2. অ্যাপটি খুলুন এবং তারপরে অ্যাপের উপরের ডানদিকে মেনু আইকনে ক্লিক করুন। এর পরে, স্লাইড করে বাঁ দিকের মেনু ড্রয়ারটি খুলুন।
  3. তারপর সেটিংসে যান।
  4. এতে show hidden files অপশনটির টগলটি চালু করুন।
  5. তারপর প্রথম পেজে ফিরে যান। নিচে Internal storage অপশনে ক্লিক করুন।
  6. একটু নিচে স্ক্রোল করুন এবং WhatsApp ফোল্ডারটি খুঁজুন। এটি খুলুন এবং তারপর মিডিয়া ফোল্ডারে ক্লিক করুন।
  7. এতে আপনি .Statuses folder. দেখতে পাবেন। এটি খুলে ফেললেই আপনি গত 24 ঘন্টার মধ্যে দেখা সমস্ত স্ট্যাটাস এই ফোল্ডারে দেখতে পাবেন। আর সেখান থেকেই আপনার পছন্দ মতো স্ট্যাটাস আপনি সেভ করে নিতে পারবেন।
Next Article