স্মার্টফোন আছে অথচ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নেই, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কাজের ক্ষেত্রে হোক বা অবসর সময়ে বন্ধুদের সঙ্গে কথা বলা, সব কিছুতেই অ্যাপটি ছাড়া উপায় নেই। এমনকি দূরে থাকা প্রেমিক প্রেমিকাকে ভিডিয়ো কলে দেখার ক্ষেত্রেও প্রথমেই মাথায় আছে হোয়াটসঅ্যাপের কথা। এতে দুর্দান্ত সব ফিচারও রয়েছে। যদিও ইদানিং কোম্পানিটি একের পর এক নতুন ফিচার এনে হাজির করছে। তার মধ্যেই এমন কিছু ফিচার এমনও রয়েছে, যা অনেকের কাছেই পরিচিত। বহু দিনের পুরনো একটি ফিচার হল স্ট্যাটাস (WhatsApp status)।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডাউনলোড করতে পারবেন…
প্রায় প্রতিদিনই এই ফিচার ব্যবহার করা হয়। স্ট্যাটাস বারে এমন অনেক স্ট্যাটাস থাকে, যা দেখা মাত্রই পছন্দ হয়ে যায়। অথচ তা ডাউনলোডকরার উপায় নেই। ফলে যে ব্যক্তি সেই স্ট্যাটাস দিয়েছেন, তার থেকে চেয়ে নেওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। সমস্যা একটাই। সে যখন অন হবে, তখনই সেই স্ট্যাটাস পাওয়া যাবে। ততক্ষণ অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই। এবার আপনাকে এমন একটি ট্রিকস জানানো হবে, যাতে আপনার পছন্দ মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ সহজেই ডাউনলোড হয়ে যাবে আপনার বন্ধুর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস।
ডাউনলোড করবেন কীভাবে?
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটি অ্যাপে 24 ঘন্টা স্ট্যাটাস থাকে। এতে ব্যবহারকারীরা তাদের ছবি বা ভিডিয়ো দিতে পারেন। টেক্সট স্ট্যাটাসও দেওয়া যায়। স্ট্যাটাস ফিচারটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই নয়, ফেসবুক এবং ইনস্টাগ্রামেও রয়েছে।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কীভাবে ডাউনলোড করবেন?