এক-এক করে পোশাক খুলছিলেন মহিলা, WhatsApp-এর ভিডিয়ো কল রিসিভ করতেই ভয়ঙ্কর কাণ্ড

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 17, 2023 | 4:44 PM

WhatsApp Video Call Scam: কে ফোন করছেন, কেনই বা করছেন, হুট করে ভিডিয়ো কল কেন, এতশত ভাবার আগেই গুরুগ্রামের 25 বছর বয়সী সেই ব্যক্তি ভিডিয়ো কলটি রিসিভও করে ফেলেন। আর সেই WhatsApp Video Call রিসিভ করতে গিয়ে যে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন তিনি হলেন, জীবনে কখনও ভুলতে পারবেন না।

এক-এক করে পোশাক খুলছিলেন মহিলা, WhatsApp-এর ভিডিয়ো কল রিসিভ করতেই ভয়ঙ্কর কাণ্ড
প্রথমে ভিডিয়ো কল, তারপরে পোশাক খোলা, শেষমেশ তারই স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেইল...

Follow Us

WhatsApp-এ একটা ভিডিয়ো কল এসেছিল। বলা নেই, কওয়া নেই, অপরিচিত আর পাঁচটা নম্বর থেকে যেভাবে কল আসে, সেভাবেই এসেছিল এই হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলটিও। কে ফোন করছেন, কেনই বা করছেন, হুট করে ভিডিয়ো কল কেন, এতশত ভাবার আগেই গুরুগ্রামের 25 বছর বয়সী সেই ব্যক্তি ভিডিয়ো কলটি রিসিভও করে ফেলেন। আর সেই WhatsApp Video Call রিসিভ করতে গিয়ে যে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন তিনি হলেন, জীবনে কখনও ভুলতে পারবেন না। বাবার অফিসে থাকার সময় সেই কলটা রিসিভ করেছিলেন তিনি। তুলতেই দেখলেন, এক মহিলা পরনের পোশাক খুলছেন এক-এক করে।

কতটা ভয়ঙ্কর এই ঘটনা, বুঝতে পারছেন তো? আর এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছেন, হোয়াটসঅ্যাপে আসা এই ভিডিয়ো কলটি একপ্রকারের প্রতারণা। WhatsApp ভিডিয়ো কল নিয়ে আমাদের যে কতটা সতর্ক থাকতে হবে, তার হাতেনাতে প্রমাণ মিলছে প্রতিটা মুহূর্তে। ভিডিয়ো কলটা রিসিভ করতে না করতেই যখন এমন উদ্ভট কাণ্ড চাক্ষুষ করলেন, সঙ্গে-সঙ্গে কলটা কেটে দেন। ব্যস! তাতে পরিস্থিতি আরও বিগড়ে যায়। একের পর এক ছবি পাঠাতেই থাকেন ওই মহিলা। সবথেকে ভয়ঙ্কর বিষয়টি হল, তিনি যখন ভিডিয়ো কলটা রিসিভ করেছিলেন, সেই মুহূর্তের কিছু স্ক্রিনশটও পাঠাতে থাকেন। সেই সময়ই ওই মহিলা তাঁর পোশাকও খুলছিলেন।

এই সব ছবিগুলি পাঠিয়েই চলতে থাকে ব্ল্যাকমেইল। স্ক্রিনশটগুলি ফাঁসের হুমকি দিয়ে মোটা টাকা দাবি করতে থাকে মহিলার ভেকধারী ওই প্রতারক। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তারপরেই ওই যুবক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। কেন্দ্রের আইটি আইন এবং আইপিসির ধারায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়।

WhatsApp Video Call Scam: ভয়ঙ্কর ঘটনার ব্যাপক বাড়বাড়ন্ত

দেশে সাইবার প্রতারণার মাত্রা বিগত কয়েক বছরে ব্যাপক হারে বেড়েছে। ছাপোষা-সাধারণ মানুষ ঠকছেন, কষ্টার্জিত প্রচুর অর্থও হারাচ্ছেন তাঁরা। আর মানুষ যতই ঠকছেন, ততই তাঁদের নতুন করে ঠকাতে অনলাইন প্রতারণার নিত্যনতুন আরও পন্থা নিয়ে হাজির হচ্ছে প্রতারকরা। এর আগে YouTube ভিডিয়ো দেখে বা সিনেমার রেটিং দিয়ে অর্থ উপার্জনের ফাঁদ পেতেছিল জালিয়াতরা। বিগত কয়েক মাসে সেই জায়গায় এসেছে WhatsApp Video Call Scam। হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কল করে আসলে কী ধরনের প্রতারণা চলছে, গুরুগ্রামের ঘটনা তার সবথেকে বড় উদাহরণ।

WhatsApp Video Call Scam: বাঁচার উপায়?

হোয়াটসঅ্যাপে আসা এই ধরনের ভিডিয়ো কল আপনাকে বড় সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। এই ধরনের প্রতারণাচক্রগুলি থেকে বাঁচতে, এই কয়েকটি সতর্কবার্তা অবলম্বন করে চলুন –

1) অপরিচিত, অবিশ্বস্ত এবং আন্তর্জাতিক নম্বর থেকে আসা কল ভুলেও রিসিভ করবেন না।

2) আপনার নম্বর, আপনার গোপনীয় এবং একান্ত ব্যক্তিগত তথ্যের নাগাল যাতে প্রতারকরা না পায়, তা নিশ্চিত করতে প্রতিনিয়ত সেটিংসে পরিবর্তন করুন।

3) অপরিচিত নম্বর থেকে আসা ভিডিয়ো কল রিসিভ করে ফেললেনও নিজের পরিচয় যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করুন।

4) এই ধরনের প্রতারণার সম্মুখীন হলে বিষয়টি সম্পর্কে স্থানীয় সাইবার ক্রাইম ইউনিটকে জানান।

5) পরবর্তীতে যাতে আপনার সঙ্গে এই ধরনের ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে নম্বরগুলি সম্পর্কে অবগত থাকুন।

Next Article