অবসর সময়ে হোক বা পড়াশনা, কিংবা কাজের ক্ষেত্রে। ইউটিউব ব্যবহার করেন না এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া কঠিন। মানুষ বিভিন্ন উপায়ে ইউটিউব ব্যবহার করে। অনেকে এই প্ল্যাটফর্ম থেকে মোটা টাকা আয়ও করছেন। তবে আপনি আর কেন শুধু বিনোদনের মাধ্যম করে রাখবেন। আপনিও এই ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন। তবে এর জন্য আপনাকে বিশেষ কিছু করতে হবে না। আপনি খুব সহজেই তিনটি পদ্ধতির সাহায্যে YouTube থেকে অনেক টাকা আয় করতে পারবেন।
স্মার্টফোনটিকে কাজে লাগান-
স্মার্টফোন পুরনো হয়ে যাওয়ার পরে, অনেকেই এটি বিক্রি করে দেয়। কিন্তু এবার তা না করে, আপনি আপনার পুরনো ফোনটিকেই কাজে লাগাতে পারবেন। স্মার্টফোনের সাহায্যে আপনি ভিডিয়ো তৈরি করতে পারেন এবং এই ভিডিয়োগুলি ইউটিউবে আপলোড করতে হবে। তারপরেই আপনি ভাল আয় করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনও ভিডিয়ো বানানোর আগে সেটির বিষয় সম্পর্কে অবগত থাকবেন। এতে ভিডিয়োয় অনেক বেশি ভিউ আসবে।
বিজ্ঞাপন থেকে আয় করুন-
ইউটিউবে ভিডিয়ো আপলোড করার সঙ্গে সঙ্গে আরও এক দিক থেকে আপনি প্রচুর টাকা আয় করতে পারেন। কারণ ভিডিয়োর সঙ্গে আপনি বিজ্ঞাপনগুলিও দেখতে পাবেন এবং এই বিজ্ঞাপনগুলির সাহায্যে একজন YouTuber অনেক টাকা আয় করে। তবে এর জন্য আপনাকে ইউটিউবের কিছু নীতি অনুসরণ করতে হবে।
কম্পিউটার থাকলে আরও ভাল…
আপনি ভিডিয়ো এডিটিং এর জন্যও কম্পিউটার ব্যবহার করতে পারেন। কারণ ইউটিউবে ভিডিয়ো আপলোড করার আগে সেটি এডিট করা দরকার। আর সেসব যে ফোনে একেবারেই হয় না, তা নয়। তবে কম্পিউটারে আরও ভাল করে আপনি এডিটিং করতে পারবেন।