AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio AirFiber: তারহীন WiFi পরিষেবা নিয়ে আসছে Reliance Jio, কম খরচে পরিবারের সকলের 1.5Gbps স্পিডে 5G ডেটা

Jio AirFiber হল একটি নতুন পরিষেবা, যা 5G প্রযুক্তির উপরে ফাইবারের মতো স্পিড দিতে সক্ষম হবে। ইউজ়াররা এর মাধ্যমে অফিসে বা বাড়িতে 1Gbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনাকে জাস্ট প্লাগইন করতে হবে এবং ডিভাইসটি টার্ন অন করতে হবে।

Jio AirFiber: তারহীন WiFi পরিষেবা নিয়ে আসছে Reliance Jio, কম খরচে পরিবারের সকলের 1.5Gbps স্পিডে 5G ডেটা
তারহীন ওয়াই-ফাই ডিভাইস।
| Edited By: | Updated on: May 02, 2023 | 9:49 PM
Share

Reliance Jio খুব শীঘ্রই তার একটি ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস লঞ্চ করতে চলেছে, যার নাম Jio AirFiber। গত বছর সংস্থার বার্ষিক সাধারণ সম্মেলনের সময়ই ডিভাইসটির ঘোষণা করা হয়েছিল। তবে এর দাম কত হবে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, আগামী আর কয়েক মাসের মধ্যেই ডিভাইসটি লঞ্চ করে যাবে। রিপোর্টে Reliance Jio প্রেসিডেন্ট কিরণ থমাসকে উদ্ধৃত করে বলা হয়েছে, “প্রতিটা বাড়িতে সংযুক্ত থাকার কোম্পানির স্ট্র্যাটেজিকে গতি দেবে এই ডিভাইস।” 2022 AGM-এর সময় মুকেশ আম্বানি জানিয়েছিলেন, Jio AirFiber ব্যবহারকারীরা ফাইবারের মতো স্পিডে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। সেই সঙ্গেই আবার বিবিধ লো ল্যাটেন্সি এবং হাই-ব্যান্ডউইধ অ্যাপ্লিকেশন উপভোগ করা, WiFi সাপোর্ট সহ অনেক কিছুই পেয়ে যাবেন।

Jio AirFiber কী?

Jio AirFiber হল একটি নতুন পরিষেবা, যা 5G প্রযুক্তির উপরে ফাইবারের মতো স্পিড দিতে সক্ষম হবে। ইউজ়াররা এর মাধ্যমে অফিসে বা বাড়িতে 1Gbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনাকে জাস্ট প্লাগইন করতে হবে এবং ডিভাইসটি টার্ন অন করতে হবে। তাহলেই আপনি রাউটারের মতোই এটিকে ব্যবহার করতে পারবেন।

Jio AirFiber: কী-কী ফিচার্স রয়েছে?

* প্যারেন্টাল কন্ট্রোল এবং Wi-Fi 6 সাপোর্ট।

* টিভিতে দেখার জন্য Jio সেটটপ বক্সের সঙ্গে সিমলেস ইন্টিগ্রেশন।

* একটি অ্যাপের মাধ্যমে খুব সহজে ইন্টিগ্রেশন ও ইনস্টলেশন।

* নেটওয়ার্কে একাধিক ওয়েবসাইট ও ডিভাইস ব্লক করার ক্ষমতা।

Jio AirFiber: কত স্পিড পাবেন?

ঠিক যে গতিতে ব্যবহারকারীরা 5G স্পিড উপভোগ করেন, সেই গতিতেই এই Jio AirFiber স্পিড দিতে পারে, যা 1.5Gbps-এর কাছাকাছি। মুম্বইয়ের টেলিকম জায়ান্টটি জানিয়েছে, এর মাধ্যমে সত্যিকারের 5G খুব দ্রুততার সঙ্গে গ্রাহকদের কাছে পৌঁছে দেবে এবং সর্বোপরি একটা বিশ্বস্ত ওয়াই-ফাই কভারেজ দিতে সাহায্য করবে। একটি বাড়ি বা অফিসের 1000 বর্গ ফুট এলাকা জুড়ে কাজ করবে ডিভাইসটি।

Jio AirFiber: ইনস্টলের প্রক্রিয়া

ওয়াই-ফাই ডিভাইসের মতো এটি ইনস্টল করতে কোনও ঝক্কি পোহাতে হবে না। আপনাকে Jio AirFiber প্লাগইন করতে হবে এবং তা অন করলেই আপনি দ্রুত গতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন। যখনই আপনি ডিভাইসটি টার্ন অন করবেন, তখন এটি আপনার বাড়ি বা অফিসে পার্সোনাল Wi-Fi চালু করবে।

SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে