Cheapest Prepaid Plan: মাত্র 155 টাকায় গোটা মাস আনলিমিটেড কলিং, সঙ্গে অফুরন্ত ডেটা আর SMS

Affordable Plan: Jio, Airtel এবং Vodafone Idea তিনটি কোম্পানিই 155 টাকার প্রিপেইড প্ল্যান অফার করে, যেখানে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে অনেক ডেটার সুবিধাও পাওয়া যায়।

Cheapest Prepaid Plan: মাত্র 155 টাকায় গোটা মাস আনলিমিটেড কলিং, সঙ্গে অফুরন্ত ডেটা আর SMS

| Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 18, 2023 | 2:06 PM

Jio Prepaid Plan: মাসের সব খরচের মধ্য়ে একটি হল ফোনে রিচার্জ করা। বেশ অনেক টাকাই ফোনের রিচার্জের জন্য চলে যায়। অনেকে আবার তিন মাসে একবার রিচার্জ করতে পছন্দ করেন। তার জন্য টেলিকম কোম্পানিগুলিও অনেক প্ল্যান বাজারে আনে। তবে আপনাকে এমন একটি প্ল্যানের কথা জানানো হবে, যাতে আপনি অনেক কম খরচে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। Jio, Airtel এবং Vodafone Idea তিনটি কোম্পানিই 155 টাকার প্রিপেইড প্ল্যান অফার করে, যেখানে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে অনেক ডেটার সুবিধাও পাওয়া যায়। তবে Jio-এর বৈধতা 28 এবং Airtel এবং Vodafone Idea-এর বৈধতা 24 দিন। আসুন এই প্রিপেইড প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Jio, Airtel এবং Vodafone Idea-এর 155 টাকার প্রিপেড প্ল্যান:

Jio-এর 155 টাকার প্রিপেড প্ল্যান: Jio-এর 155 টাকার প্রিপেড প্ল্যানে মোট 2GB হাই স্পিড ডেটা দেওয়া হয়। এই প্ল্যানে আনলিমিটেড কলিং পাওয়া যায়। এসএমএসের ক্ষেত্রে, প্ল্যানটি মোট 300টি SMS অফার করে। অন্যান্য সুবিধাও পেয়ে যাবেন। এই প্ল্যানে Jio অ্যাপগুলিতে বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যায়। হাই স্পিড ডেটার সীমা শেষ হওয়ার পরে, ইন্টারনেটের গতি 64 Kbps-এ নেমে আসে। এই প্ল্যানের বৈধতা 28 দিন।

Airtel-র 155 টাকার প্ল্যান: এয়ারটেলের 155 টাকার প্ল্যানে মোট 1GB ডেটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি 24 দিনের। তবে এই প্ল্যানে 24 দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাচ্ছে। SMS-এর কথা বললে, এই প্ল্যানে মোট 300 টি SMS পাবেন। এখানেই শেষ নয়, আপনি এই প্ল্যানে বিনামূল্যে Hellotunes এবং Wynk Music পেয়ে যাবেন।

Vodafone Idea-র 155 টাকার প্ল্যান: Vodafone Idea-এর 155 টাকার প্রিপেড প্ল্যান 24 দিনের বৈধতা পাবেন। মোট 1GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে মোট 300 টি SMS পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কলিং অফার করে। উচ্চ গতির ডেটার সীমা শেষ হওয়ার পরে 50p/MB চার্জ কাটে।