ট্রেনে-বাসে লাইভ IPL ম্যাচ দেখুন, আটকাবে না স্ট্রিমিং; Jio আনল অবিশ্বাস্য অফার
Jio Latest Offers: জিও এই প্ল্যানের নাম দিয়েছে স্পিড বুস্টার (Speed Booster)। কোম্পানি এটি চলতি মাসের 16 মার্চ থেকে শুরু করেছে এবং এর মেয়াদ 60 দিন। এই প্ল্যানে আপনি কত ইন্টারনেট স্পিড পাবেন, তা দেখে নিন। কিন্তু কেন হঠাৎ এই বিরাট অফার নিয়ে হাজির হল কোম্পানিটি?

Jio তার AirFiber Plus ব্যবহারকারীদের জন্য Dhan Dhana Dhan অফার চালু করেছে। এই অফারের সবচেয়ে বড় সুবিধা হল, এতে তিনগুণ গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এই অফারের অধীনে, Jio এয়ারফাইবার প্লাস ব্যবহারকারীরা 60 দিনের জন্য তিনগুণ স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু কেন হঠাৎ এই বিরাট অফার নিয়ে হাজির হল কোম্পানিটি?
IPL-এর জন্য Jio-এর অফার…
Jio-এর এই বিশেষ অফারটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ IPL (2024) চলতি মাসের 22 মার্চ থেকে শুরু হচ্ছে। আপনি Jio Cinema-তে বিনামূল্যে IPL দেখতে পারবেন। আর তাই Jio Cinema-তে যারা IPL দেখবে, তারা ইন্টারনেটের গতি এখনের তুলনায় তিনগুণ পাবে। Jio-এর AirFiber Plus-এর বর্তমান এবং নতুন ব্যবহারকারীরাই এই উচ্চ-গতির ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন।
জিও এই প্ল্যানের নাম দিয়েছে স্পিড বুস্টার (Speed Booster)। কোম্পানি এটি চলতি মাসের 16 মার্চ থেকে শুরু করেছে এবং এর মেয়াদ 60 দিন। এই প্ল্যানে আপনি কত ইন্টারনেট স্পিড পাবেন, তা দেখে নিন।
তিন গুণ ইন্টারনেট স্পিড…
আপনি যদি 30Mbps স্পিডের একটি প্ল্যান কেনেন, তাহলে 100Mbps এর দ্রুত গতিতে ইন্টারনেট পরিষেবা পাবেন। এছাড়াও, আপনি যদি 1000Mbps ইন্টারনেট গতির একটি পরিষেবা কেনেন, তবে 300Mbps ইন্টারনেট গতি পাবেন। যদি 300Mbps গতির ইন্টারনেট পরিষেবা কেনেন, তবে 500Mbps গতিতে ইন্টারনেট পরিষেবা পাবেন। আর যদি 500Mbps গতির এয়ারফাইবার প্লাস প্ল্যান কেনেন, তাহলে 1Gbps গতিতে ইন্টারনেট সুবিধা পাবেন।
JioFiber ব্যবহারকারীরা এই প্ল্যান রিচার্জ করার সঙ্গে সঙ্গেই স্পিড বুস্টার প্ল্যানের আপগ্রেড পাবেন। তবে মনে রাখবেন যে, শুধুমাত্র সেই সমস্ত ব্যবহারকারীরা যারা Jio AirFiber Plus-এর 6 মাস এবং 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যান কিনবেন তারাই এই বুস্টার স্পিডের সুবিধা পাবেন।
