
বছর ঘুরতে হাতে আর মাত্র কয়েকটা দিন। তার আগে বিভিন্ন সংস্থা নানাবিধ অফার নিয়ে হাজির হয়। টেলিকম সংস্থা Reliance Jioও তার অন্যথা নয়। মুম্বইয়ের টেলিকম সংস্থাটি সম্প্রতি তার ব্যবহারকারীদের ‘নিউ ইয়ার অফার’ দিয়েছে। সেই অফারে গ্রাহকরা যেমন অতিরিক্ত ভ্যালিডিটি পেয়ে যাবেন, তেমনই আবার তাঁদের জন্য থাকছে অতিরিক্ত পরিমাণ ডেটাও। এর মধ্যেই আবার আরও একটি বাম্পার অফার নিয়ে এসেছে Jio। মোবাইল রিচার্জে তারা ক্যাশব্যাক অফার দিতে চলেছে।
তবে সব Jio রিচার্জের ক্ষেত্রে ক্যাশব্যাক অফারটি মিলবে না। নির্দিষ্ট কিছু রিচার্জের ক্ষেত্রেই পাওয়া যাবে ক্যাশব্যাক অফারটি। ক্যাশব্যাকের অঙ্কটাও নেহাত কম নয়। Jio রিচার্জের ক্ষেত্রে এক্কেবারে 1000 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন গ্রাহকরা। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, Jio-র এই অফারটি 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বৈধ। তাই, অফারের সুবিধা যদি আপনিও নিতে চান, তাহলে জলদি রিচার্জ করুন। কারণ, নতুন বছরের প্রথম দিন থেকে এই অফার আর আপনি পাবেন না।
যদিও এই ক্যাশব্যাক অফার কিন্তু Jio-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবেন না। তার জন্য আপনাকে Mobikwik বা TatNeu-র মতো বিভিন্ন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে রিচার্জ করতে হবে। এছাড়াও অন্যান্য আরও পেমেন্ট প্ল্যাটফর্ম থেকে এই অফারটি আপনি পেতে পারেন। মাথায় রাখতে হবে, রিচার্জ প্ল্যানের উপরে নির্ভর করে আপনি সর্বাধিক 1000 টাকার ক্যাশব্যাক পাবেন।
আপনি যদি PhonePe-র মাধ্যমে Jio নম্বর রিচার্জ করেন, তাহলে আপনি সর্বাধিক 400 টাকার ক্যাশব্যাক পেতে পারেন। তবে ফোনপে থেকে অফারটি প্রথম এবং তৃতীয় রিচার্জে প্রযোজ্য হবে। একইভাবে, আপনি যদি Paytm অ্যাপ ব্যবহার করে আপনার মোবাইল রিচার্জ করেন, তাহলে আপনি সর্বাধিক 1000 টাকার ক্যাশব্যাক পাবে। এছাড়াও আপনি 1300 টাকার বিভিন্ন বেনিফিটসও পেতে পারেন।
তার জন্য আপনাকে JIOPTM এবং JIODEC কোড ব্যবহার করতে হবে। অন্য দিকে Amazon Pay থেকে 250 টাকার ক্যাশব্যার থাকছে এবং Mobikwik থেকে সর্বাধিক 250 টাকার সুপারক্যাশ দেওয়া হচ্ছে। TataNeu অ্যাপ থেকে রিচার্জে 50টি NeuCoins-এর অফারও থাকছে। এছাড়াও আপনি Mobikwik ZIP অফারে 25 টাকা ক্যাশব্যাক পেতে পারেন। আবার, Amazon-এ ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড অফারে 2 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়। Tata Neu HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 5 শতাংশ নিও কয়েনও দেওয়া হচ্ছে।