প্রতিদিন খরচ মাত্র 4.64 টাকা, সঙ্গে অফুরন্ত ডেটা আর OTT সাবস্ক্রিপশন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 02, 2024 | 12:29 PM

Affordable Recharge Plan: আপনাকে এমন একটি রিচার্জ প্ল্যানের কথা বলা হবে, যাতে আপনি কম টাকায় অনেক বেশি সুবিধে পাবেন। এই রিচার্জ প্ল্যান কেনার পরে, আপনি কত ডেটা পাবেন এবং কতগুলি SMS এবং কোন অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন এই প্ল্যানে। সমস্ত কিছু জেনে নিন।

প্রতিদিন খরচ মাত্র 4.64 টাকা, সঙ্গে অফুরন্ত ডেটা আর OTT সাবস্ক্রিপশন

Follow Us

অনেকেই প্রতিমাসে রিচার্জ করতে চান না। তার জন্য় অনেক টেলিকম কোম্পানির তিন মাসের প্ল্যান রয়েছে। তবে আপনি চাইলে এক বছরেরও একটি প্ল্যান রিচার্জ করে নিতে পারেন। রিলায়েন্স জিও-র অনেক প্ল্যান রয়েছে, যাতে কম দামে অনেক বেশি দিনের রিচার্জ প্ল্যান পাওয়া যায়। আপনি যদি একজন Jio ব্যবহারকারী হন এবং এমন একটি প্ল্যান চান, যাতে অনেক বেশি দিনের মেয়াদ পাওয়া যাবে। তাহলে আপনাকে এমন একটি রিচার্জ প্ল্যানের কথা বলা হবে, যাতে আপনি কম টাকায় অনেক বেশি সুবিধে পাবেন। এই প্ল্যানের দাম 1559 টাকা। এই রিচার্জ প্ল্যান কেনার পরে, আপনি কত ডেটা পাবেন এবং কতগুলি SMS এবং কোন অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন এই প্ল্যানে। সমস্ত কিছু জেনে নিন।

Jio-এর 1559 টাকার প্ল্যান:

1559 টাকার Jio রিচার্জ প্ল্যানে আপনি মোট 24 জিবি হাই স্পিড ডেটার সুবিধা পাবেন। ডেটা ছাড়াও, আপনি এই Jio প্ল্যানে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। ডেটা এবং ভয়েস কলিং ছাড়াও, আপনাকে এই সাশ্রয়ী মূল্যের প্ল্যানে মোট 3600 SMS দেওয়া হবে। ডেটা শেষ হয়ে যাওয়ার পর তার গতি কমিয়ে 64 Kbps করা হবে।

5G ডেটার সুবিধা পাবেন:

যদি আপনার এলাকায় রিলায়েন্স জিও-র 5G পরিষেবা থাকে, তাহলে এই প্ল্যানের আপনাকে আনলিমিটেড 5G ডেটার সুবিধাও দেওয়া হবে। এছাড়াও আপনি এই অ্যাপগুলিতে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। 1559 টাকার এই প্রিপেড প্ল্যানে আপনাকে Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউডে বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হবে। তবে Jio Cinema সাবস্ক্রিপশনের প্রিমিয়াম অ্যাক্সেস এই প্ল্যানে পাবেন না।

Jio 1559 প্ল্যানের বৈধতা কত দিন?

আপনি 1559 টাকার রিচার্জ প্ল্যান কিনলে আপনাকে 336 দিনের বৈধতার সুবিধা দেওয়া হবে। সে অনুযায়ী প্রতিদিন খরচ হবে মাত্র 4.64 টাকা। আপনি শুধু Jio তেই এই রিচার্জ প্ল্যানটি পাবেন। এবার যদি আপনার কাছে জিওর সিম না থাকে, তাহলে অন্য যে কোনও টেলিকম কোম্পানির রিচার্জ প্ল্যান নিতে পারেন। তবে এয়ারটেলের 336 দিনের বৈধতার কোনও প্ল্যান নেই।

Next Article
Redmi Note 13 লঞ্চের আগে রাতারাতি 7,000 টাকা সস্তা হল Redmi Note 12, কত হল নতুন দাম?
চলন্ত গাড়িতে বাড়ছে অপরাধ, অনলাইনে ক্যাব বুক করে অবশ্যই নজর দিন এই 5 বিষয়ে