Jio Choice Number: দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Reliance Jio তার কাস্টমারদের এবার পছন্দসই নম্বর বেছে নিতে দিচ্ছে। যদিও এই সুযোগটি পাবেন কেবলই পোস্টপেড ব্যবহারকারীরা। তাঁরা চারটি সংখ্যার কম্বিনেশন বাছতে পারবেন। মুম্বইয়ের টেলিকম জায়ান্টের এই নতুন পরিকল্পনার নাম Jio Choice Number। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কাস্টমাররা তাদের Jio Postpaid কানেকশনের জন্য জিও চয়েস নম্বর অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও একটি নির্দিষ্ট চার সংখ্যার কম্বিনেশন অ্যাক্সেস করতে কাস্টমারদের OTP ভেরিফিকেশনের মাধ্যমে লগ ইন করতে হবে এবং পছন্দসই কম্বিনেশনটি দিয়ে দিতে হবে।
তবে Jio Postpaid নম্বর বাছার কাজটি কিন্তু আপনার জন্য বিনামূল্যে নয়। পোস্টপেড নম্বর বাছার ক্ষেত্রে 499 টাকা দিয়ে এককালীন বুকিং ফি হিসেবে জমা দিতে হবে। তার মাধ্যমে আপনি পেয়ে যাবেন একটি বুকিং কোড এবং সিম অ্যাক্টিভেট করতে Jio এজেন্টের ভিজ়িট শিডিউলও করতে পারবেন। যদিও এক্ষেত্রে আপনার সমগ্র নম্বরটি আপনি কাস্টমাইজ় না করতে পারলেও ফিচারটির সাহায্যে কিছুটা অন্তত আপনার মনের মতো একটা ফোন নম্বরের কিছুটা কাস্টমাইজ় করা যেতে পারে।
পছন্দসই Jio Postpaid Number বাছবেন কীভাবে?
* প্রথমেই আপনাকে যেতে হবে Jio-র অফিসিয়াল সাইটে।
* স্টার্ট বাটনে ক্লিক করুন।
* OTP ভেরিফিকেশনের জন্য আপনার বর্তমান মোবাইল নম্বরটি দিয়ে দিতে হবে।
* পরের পেজে আপনার পছন্দ অনুসারে চারটি নম্বর দিয়ে দিন। সেই সঙ্গে আপনার নাম এবং পিন কোডও দিয়ে দিতে হবে।
* এখন যেগুলি আপনাকে দেওয়া হল, সেখান থেকে একটি বেছে নিন।
* যে নম্বরটাকে চাইছেন, সেটার জন্য ‘বুক’ বাটনে ক্লিক করুন।
* নম্বরটি রিজ়ার্ভ করতে আপনাকে অতি অবশ্যই 499 টাকা খরচ করতে হবে।
* টিকিট কোড সহযোগে একটি SMS পেয়ে যাবেন।
* Jio এজেন্ট যখন আপনার বাড়ি আসবেন, তাঁকে ওই বুকিং কোডটি দিয়ে দিন।
* বুকিংয়ের 15 দিনের মধ্যেই Jio Postpaid নম্বরটি চালু হয়ে যাবে।