মাত্র 398 টাকায় JioTV সাবস্ক্রিপশন প্ল্যান, 14 OTT অ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 15, 2023 | 5:27 PM

Jio-র এই নতুন 398 টাকা, 1198 টাকা এবং 4498 টাকার প্ল্যানের ভ্যালিডিটি যথাক্রমে 28 দিন, 84 দিন এবং 365 দিন। 14টি ভিন্ন ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন অফার রয়েছে প্ল্যানগুলিতে। এই তিনটি প্রিপেড প্ল্যানেই আনলিমিটেড ভয়েস কলিং, প্রত্যহ 100টি SMS এর অফার এবং দৈনিক 2GB করে ডেটা অফার করা হবে।

মাত্র 398 টাকায় JioTV সাবস্ক্রিপশন প্ল্যান, 14 OTT অ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে
Jio-র দুর্দান্ত প্ল্যান।

Follow Us

Reliance Jio তার ব্যবহারকারীদের জন্য নতুন JioTV প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এসেছে। সস্তার সেই প্ল্যানের মাধ্যমে 14টি ভিন্ন OTT অ্যাপের অ্যাক্সেস পেয়ে যাবেন কাস্টমাররা। এই লেটেস্ট JioTV সাবস্ক্রিপশন প্ল্যানের সঙ্গেই টেলিকম অপারেটরটি তিনটি নতুন রিচার্জ প্ল্যানও লঞ্চ করেছে, যাতে JioTV সাবস্ক্রিপশন অফারও থাকছে। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক তিন রকমের প্যাকই রয়েছে সেই প্ল্যানে, যার খরচও শুরু হচ্ছে 398 টাকা থেকে। আনলিমিটেড ডেটা, ফ্রি কলিং, বিপুল পরিমাণ SMS অফারের সঙ্গেই আবার ডিজ়নি প্লাস হটস্টার, অ্যামাজ়ন প্রাইম ভিডিয়ো, সনি লিভ, জ়ি ফাইভের মতো একাধিক ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন অফারও পেয়ে যাবেন কাস্টমাররা।

Jio-র এই নতুন 398 টাকা, 1198 টাকা এবং 4498 টাকার প্ল্যানের ভ্যালিডিটি যথাক্রমে 28 দিন, 84 দিন এবং 365 দিন। 14টি ভিন্ন ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন অফার রয়েছে প্ল্যানগুলিতে। ওটিটি অ্যাপের তালিকায় রয়েছে জিওসিনেমা প্রিমিয়াম, ডিজ়নি প্লাস হটস্টার, সনি লিভ, জ়িফাইভ, অ্যামাজ়ন প্রাইম ভিডিয়ো (মোবাইল এডিশন), লায়ন্সগেট প্লে, ডিসকভারি প্লাস, ডকুবে, সাননেক্সট, হইচই, প্ল্যানেট মারাঠি, চৌপাল, এপিকঅনের মতো একগুচ্ছ প্ল্যাটফর্মগুলি।

এদের মধ্যে 398 টাকার প্ল্যানে 12টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন অফার করা হবে। অন্য দিকে 1,198 টাকা এবং 4,498 টাকার প্ল্যান দুটিতে 14টি ওটিটি অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন অফার করা হচ্ছে। আকর্ষণীয় বিষয়টি হল, এদের মধ্যে সবথেকে দামি প্ল্যান অর্থাৎ 4,498 টাকার সঙ্গে ইএমআই অফারও থাকছে। এই তিনটি প্রিপেড প্ল্যানেই আনলিমিটেড ভয়েস কলিং, প্রত্যহ 100টি SMS এর অফার এবং দৈনিক 2GB করে ডেটা অফার করা হবে। তবে এই JioTV প্রিমিয়াম প্ল্যানটি কেবলই Jio SIM ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভ। এছাড়াও নিয়ে আসা হয়েছে একটি 148 টাকার ডেটা অ্যাড-অন ভাউচার, যাতে 10GB ডেটা অফার করা হবে।

16 ডিসেম্বর থেকে এই JioTV প্রিমিয়াম প্ল্য়ানগুলি রিচার্জ করতে পারবেন কাস্টমাররা। এদের মধ্যে যে কোনও একটি প্ল্যান রিচার্জ করে JioTV অ্যাপে সাইন ইন করতে পারবেন কাস্টমাররা। প্রিমিয়াম ওটিটি কনটেন্ট ব্যবহার করতে নিজেদের একই Jio নম্বর থেকে লগইন করতে হবে কাস্টমারদের।