স্ট্রিট ফাইটার Kawasaki W175-এর দুই অনন্য অবতার এল দেশে, দাম কত?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 07, 2024 | 4:30 PM

একটি হল মেটালিক ওশিয়াল ব্লু এবং অপরটি ক্যান্ডি পার্সিমন রেড। বাইক দুটির দাম যথাক্রমে 1.31 লাখ টাকা এবং 1.24 লাখ টাকা। নতুন দুটি কালার স্কিমের আগে ছিল আরও দুটি ভ্যারিয়েন্ট- ইবোনি এবং মেটালিক গ্রাফাইট গ্রে। এই মডেল দুটির দাম 1.22 লাখ টাকা এবং 1.29 লাখ টাকা। প্রত্যেকটি মডেলের দামই এক্স-শোরুমের।

স্ট্রিট ফাইটার Kawasaki W175-এর দুই অনন্য অবতার এল দেশে, দাম কত?
জনপ্রিয় কাওয়াসাকি বাইক এখন নতুন অবতারে।

Follow Us

Kawasaki W175 বাইকটি খুব অল্প সময়ের মধ্যেই দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয় সেই বাইকের দুটি নতুন কালার স্কিম লঞ্চ হল ভারতে। তার একটি হল মেটালিক ওশিয়াল ব্লু এবং অপরটি ক্যান্ডি পার্সিমন রেড। বাইক দুটির দাম যথাক্রমে 1.31 লাখ টাকা এবং 1.24 লাখ টাকা। নতুন দুটি কালার স্কিমের আগে ছিল আরও দুটি ভ্যারিয়েন্ট- ইবোনি এবং মেটালিক গ্রাফাইট গ্রে। এই মডেল দুটির দাম 1.22 লাখ টাকা এবং 1.29 লাখ টাকা। প্রত্যেকটি মডেলের দামই এক্স-শোরুমের।

পাওয়ারিংয়ের জন্য এই কাওয়াসাকি বাইকে রয়েছে 177ccর এয়ার কুলড ইঞ্জিন, যা ফুয়েল ইঞ্জেক্টেড। বাইকটি 12.82 bhp প্রোডিউস করতে পারে 7500 rpm-এ এবং 6000 rpm-এ 13.2 Nm পিক টর্ক আউটপুট দিতে পারে। মোটরসাইকেলের গিয়ারবক্সের অন ডিউটির জন্য রয়েছে একটি 5 স্পিড ইউনিট।

Kawasaki W175 বাইকে দেওয়া হয়েছে ক্র্যাডল ফ্রেম, যা স্টিল দ্বারা নির্মিত। সাসপেনশন ডিউটির জন্য বাইকের সামনে রয়েছে 30 mm টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ারে দেওয়া হয়েছে 110 mm হাইড্রলিক শক অ্যাবসর্বার। ব্রেকিং ডিউটি পারফর্ম করার জন্য বাইকটির সামনে দেওয়া হয়েছে 270 mm ডিস্ক ব্রেক, যা ডুয়াল-পিস্টন ক্যালিপার ব্যবহার করছে। এছাড় পিছনে রয়েছে একটি ড্রাম ব্রেক।

12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এই বাইকে। শহরাঞ্চলে প্রতিদিন ব্যবহারের জন্য বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স করা হয়েছে 165 mm। রয়েছে হ্যালোজেন হেডল্যাম্র, সার্কুলার টার্ন ইন্ডিকেটর্স, 17 ইঞ্চির স্পোক হুইল, একটি সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, একটি পিশুটার এগসস্ট এবং একটি সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম।

এদিকে খুব সম্প্রতি আবার কাওয়াসাকি ভারতের বাজারে W175 স্ট্রিট লঞ্চ করেছে। W175 এবং W175 স্ট্রিটের মূল ফারাকটা কেবলই রং, অ্যালয় হুইলস এবং টিউবলেস টায়ারে। Kawasaki W175 বাইকের দাম রাখা হয়েছে 1.35 লাখ টাকা (এক্স-শোরুম)।

Next Article
28 বছরের সম্পর্কে ছেদ! Windows ল্যাপটপে আপনার প্রয়োজনীয় এই অ্যাপ আর পাবেন না
iPhone-এর জন্য বিশেষ ‘জামা’! পরিয়ে দিলেই ব্ল্যাকবেরির কোয়ের্টি কিবোর্ড