Tech Tips: সারাদিন ল্যাপটপ-ফোন চার্জে দিয়ে রাখেন? মারাত্মক ক্ষতি হচ্ছে, চার্জ দেওয়ার সঠিক সময়টা জানুন

Tech Hacks: অনেকেই ভুল করে সারাদিন বা সারারাত ফোন কিংবা ল্যাপটপ চার্জে লাগিয়ে রেখে দেন। বাইরে থেকে এটি নিরীহ মনে হলেও, দীর্ঘমেয়াদে ডিভাইসের ক্ষতি ও স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, চার্জিংয়ের এই অভ্যাস একাধিক নেতিবাচক প্রভাব ফেলে।

Tech Tips: সারাদিন ল্যাপটপ-ফোন চার্জে দিয়ে রাখেন? মারাত্মক ক্ষতি হচ্ছে, চার্জ দেওয়ার সঠিক সময়টা জানুন

Aug 31, 2025 | 9:20 PM

আজকের ডিজিটাল যুগে মোবাইল ফোন ও ল্যাপটপ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কাজের সুবিধা কিংবা বিনোদন—সবকিছুই এগুলোর উপর নির্ভরশীল। তাই এগুলিকে চার্জে লাগানোও আমাদের নিত্যদিনের অভ্যাস। তবে অনেকেই ভুল করে সারাদিন বা সারারাত ফোন কিংবা ল্যাপটপ চার্জে লাগিয়ে রেখে দেন। বাইরে থেকে এটি নিরীহ মনে হলেও, দীর্ঘমেয়াদে ডিভাইসের ক্ষতি ও স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, চার্জিংয়ের এই অভ্যাস একাধিক নেতিবাচক প্রভাব ফেলে।

১. ব্যাটারির আয়ু কমে যায়

ফোন বা ল্যাপটপে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারি বারবার পূর্ণ চার্জে (১০০%) গিয়ে দীর্ঘ সময় প্লাগে লাগিয়ে রাখলে অতিরিক্ত চাপ তৈরি হয়। এতে ব্যাটারির চার্জ-সাইকেল দ্রুত শেষ হয়ে যায় এবং দীর্ঘমেয়াদে ব্যাটারির আয়ু কমে যায়।

২. অতিরিক্ত গরম হওয়ার সমস্যা

ডিভাইস সারাদিন চার্জে থাকলে ব্যাটারির মধ্যে অতিরিক্ত তাপ জমে। অনেক সময় চার্জ দেওয়ার সময় ফোন বা ল্যাপটপ ব্যবহার করলে এই সমস্যা আরও বেড়ে যায়। অতিরিক্ত তাপ শুধু ব্যাটারির ক্ষতি করে না, ডিভাইসের অন্যান্য যন্ত্রাংশেরও ক্ষতি করে।

৩. চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়

দীর্ঘদিন ধরে সারাক্ষণ চার্জে লাগিয়ে রাখার ফলে ব্যাটারি তার স্বাভাবিক চার্জ ধারণ ক্ষমতা হারাতে শুরু করে। ফলস্বরূপ, নতুন অবস্থার তুলনায় ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় এবং বারবার চার্জ দিতে হয়।

৪. সেফটি হ্যাজার্ড বা দুর্ঘটনার ঝুঁকি

কিছু ক্ষেত্রে চার্জিংয়ের সময় ওভারহিটিং, শর্ট সার্কিট কিংবা নিম্নমানের চার্জার ব্যবহারের কারণে অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। যদিও আধুনিক ডিভাইসে ওভারচার্জ প্রোটেকশন সিস্টেম থাকে, কিন্তু তাও বারবার ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ নয়।

৫. বিদ্যুতের অপচয়

ডিভাইস ১০০% চার্জ হওয়ার পরও চার্জে লাগানো থাকলে অল্প পরিমাণ হলেও বিদ্যুৎ খরচ হয়। এটি দীর্ঘমেয়াদে অপ্রয়োজনীয় বিদ্যুতের অপচয় ঘটায় এবং পরিবেশের জন্যও ক্ষতিকর।

৬. সফটওয়্যারের পারফরম্যান্সে প্রভাব

অতিরিক্ত তাপ ও ব্যাটারির চাপ অনেক সময় ডিভাইসের প্রসেসর ও মাদারবোর্ডে প্রভাব ফেলে। এর ফলে ল্যাপটপ বা ফোন ধীরে কাজ করা শুরু করে এবং হ্যাং হওয়ার প্রবণতা বেড়ে যায়।

কীভাবে সঠিকভাবে চার্জ দেবেন?

সবসময় ব্যাটারি ২০%–৮০% এর মধ্যে রাখার চেষ্টা করুন।

সারারাত চার্জে লাগিয়ে রাখা এড়িয়ে চলুন।

সম্ভব হলে আসল বা ভালো মানের চার্জার ব্যবহার করুন।

চার্জ দেওয়ার সময় ফোনে ভারী কাজ (গেম, ভিডিও এডিটিং ইত্যাদি) করা থেকে বিরত থাকুন।

ল্যাপটপ ব্যবহার করার সময় মাঝে মাঝে ব্যাটারি খুলে সরাসরি চার্জারে চালানোও ভালো উপায়।