Krafton New Game: ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা BGMI মেকার ক্রাফটন ভারতে একটি নতুন গেম লঞ্চ করল। সেই নতুন স্মার্টফোন টাইটেলের নাম Defense Derby। মে মাস থেকেই গেমটি অনেক গেমারের কাছে ‘আর্লি অ্যাক্সেস’ হিসেবে হাজির হয়েছিল। এখন এই ডিফেন্স ডার্বি গেমটি গুগল প্লে স্টোর, স্যামসাং গ্যালাক্সি স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ফ্রি টু প্লে টাইটেল হিসেবে ডাউনলোড করে খেলতে পারবেন প্লেয়াররা। ক্রাফটনের ইন্ডিপেনডেন্ট স্টুডিও RisingWings এই গেমটি তৈরি করেছে।
Defense Derby হল একটি স্ট্র্যাটেজি গেম, যা টাওয়ার ডিফেন্স জঁরের উপরে ভিত্তি করে নির্মিত। ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার রয়্যাল-স্টাইল গেমপ্লে থেকে অনেকটাই আলাদা এই গেম। এই গেমের মূল উদ্দেশ্য হল, বিশেষ চরিত্রদের সাহায্যে একটি শক্তিশালী ডেক তৈরি করে শত্রুর টাওয়ার ধ্বংস করা। ক্রাফটন ব্যাখ্যা করে বলছে, একটি কোর ডার্বি মোড সহযোগে একাধিক মোড রয়েছে গেমটির। সেখানে প্লেয়াররা নিজেদের মধ্যে যুদ্ধ করবে।
রয়েছে একটি ব্লিটজ় মোড, যা PvE চ্যালেঞ্জ অফার করছে। আবার ফ্রেন্ডলি ডার্বি মোডে প্লেয়াররা নিজেদের মধ্যে মোকাবিলা করার জন্য রুম স্থাপন করতে পারবে। রয়েছে একটি থিমড মোডও, যা একাধিক নিয়মের পর্যায়ক্রমিক পরিবর্তন অফার করবে। যদিও তা একটা নির্দিষ্ট সময়ের জন্যই পাওয়া যাবে। বহু প্রতীক্ষিত আপডেটেড মধ্যে থাকবে ব্যান পিক মোড, যা প্লেয়ারদের তাদের প্রতিযোগীদের একটা নির্দিষ্ট প্রতিপক্ষের ইউনিট ব্লক করতে দেবে। আর একটি কোয়েস্ট মোডও থাকছে, যেখানে প্লেয়াররা সম্ভাব্য প্রথম আক্রমণ থেকে বাঁচতে এবং নির্দিষ্ট অনুসন্ধানগুলি সম্পূর্ণ করার পরেই জয়ী হতে পারে।
এই নতুন গেমিং টাইটেল রিলিজ় করে RisingWings-এ ডিফেন্স ডার্বির প্রোডাকশন ডিরেক্টর সিনচ্যান পার্ক বলছে, “দুই বছরের বেশি সময় ধরে এই গেম তৈরি করার পর তা ভারতের সব প্লেয়ারদের জন্য নিয়ে আসতে পেরে আমরা সত্যিই খুশি।” আবার ক্রাফটন ইন্ডিয়ার সিইও সিন হিউনিল শন বলছেন, “ভক্তদের মন জিততে আমরা নতুন কনটেন্ট ও একাধিক আপডেট নিয়ে আসতে বদ্ধপরিকর। আশা করি, এই ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার মতো এই গেমটিও ভারতীয়দের মন জিতবে।”