এমআই ১১ সিরিজের নতুন ফোন এমআই ১১ লাইট, ফের নতুন ফোন লঞ্চ করতে চলেছে শাওমি

Jan 06, 2021 | 5:02 PM

জানা গিয়েছে, এমআই ১১ লাইট ফোনে থাকতে পারে ফ্ল্যাট পাঞ্চ-হোল ডিসপ্লে।

এমআই ১১ সিরিজের নতুন ফোন এমআই ১১ লাইট, ফের নতুন ফোন লঞ্চ করতে চলেছে শাওমি
কালো এবং নীল এই দুই রঙয়ে ফোন পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে।

Follow Us

নতুন বছরেও একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা রয়েছে শাওমি ইন্ডিয়ার। তার মধ্যে অন্যতম এমআই ১১ লাইট। ইতিমধ্যেই এমআই ১১ প্রো লঞ্চ হয়েছে। এবার এমআই ১১ লাইট লঞ্চের দিকে নজর দিতে চাইছে শাওমি ইন্ডিয়া। শোনা যাচ্ছে ২০২১ সালের মার্চ মাসে নাকি লঞ্চ হবে এই ‘লাইট’ মডেল। এমআই ১১ সিরিজের এই ফোন সম্পর্কিত বেশ কিছু তথ্য এর মধ্যেই অনলাইনে ফাঁসও হয়ে গিয়েছে বলে খবর।

অনলাইনে ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে এমআই ১১ সিরিজের ফোন এমআই ১১ লাইটে স্ন্যাপড্রাগন ৭৩২ এসওসি থাকতে চলেছে। এছাড়াও ব্যাক ক্যামেরার ক্ষেত্রে থাকতে পারে তিনটি রেয়ার ক্যামেরা সেটআপ। ভিয়েতনামের এক ইউটিউবারের চ্যানেল থেকে এইসব তথ্য জানা গিয়েছে বলে খবর। চলতি বছর মার্চ মাসের শেষে ভিয়েতনামে এই ফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। কালো এবং নীল এই দুই রঙয়ে ফোন পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। ভিয়েতনামের মুদ্রা অনুযায়ী ফোনের দাম হতে পারে VND ৭,৫০,০০০ অথবা VND ৮,০০,০০০। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ২৩,৬০০ টাকা থেকে ২৫,২০০ টাকা।

জানা গিয়েছে, এমআই ১১ লাইট ফোনে থাকতে পারে ফ্ল্যাট পাঞ্চ-হোল ডিসপ্লে। ফোনের ফ্রন্টাল পোরশন বা সামনের দিকে উপরে, বাঁদিকে থাকতে পারে সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরায় তিনটি রেয়ার ক্যামেরার সেটআপ থাকবে স্কোয়ার বা চতুর্ভুজ আকারে। এছাড়াও ফোনের ডিসপ্লে হবে ফুল এইচডি এবং আইপিএস এলসিডি। রিফ্রেশ রেট 120Hz। ৬ জিবি র‍্যাম আর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের ভ্যারিয়েন্ট অপশনে পাওয়া যাবে এই ফোন।

ক্যামেরার সেটআপেও থাকবে বিশেষত্ব। তিনটি রেয়ার ক্যামেরা (ব্যাক ক্যামেরা) সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া থাকছে একটি ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেল সেনসর। এই ফোনে থাকতে পারে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেনসরও। যদিও ভারতে কবে এই ফোন লঞ্চ হবে সেই ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি শাওমি ইন্ডিয়া কর্তৃপক্ষ।

Next Article