AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আত্মনির্ভর’ হোন অ্যাপেই

TV9 বাংলা ডিজিটাল ‘মিত্রোঁ টিভি’। ভারতীয় অ্যাপ প্রস্তুতকারক সংস্থা। ‘টিকটক’ (Tiktok) ব্যান হওয়ার পরেই বাজারে এনেছিল ‘মিত্রোঁ’ (Mitron) অ্যাপ। একেবারে টিকটক ক্লোনড অ্যাপ ছিল (মিত্রোঁ)। গত জুন মাস অ্যাপের ডাউনলোডের সংখ্যা ছাড়িয়েছে এক কোটি!ঠিক সেই ‘মিত্রোঁ টিভি’ বাজারে আনল নতুন অ্যাপ ‘আত্মনির্ভর অ্যাপস’ (Atmanirbhar Apps)। ‘….আমাদের সংকল্প আত্মনির্ভর ভারত।”— মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) […]

‘আত্মনির্ভর’ হোন অ্যাপেই
বাজারে এল 'আত্মনির্ভর অ্যাপ'
| Updated on: Dec 02, 2020 | 10:02 PM
Share

TV9 বাংলা ডিজিটাল

মিত্রোঁ টিভি’। ভারতীয় অ্যাপ প্রস্তুতকারক সংস্থা। ‘টিকটক’ (Tiktok) ব্যান হওয়ার পরেই বাজারে এনেছিল ‘মিত্রোঁ’ (Mitron) অ্যাপএকেবারে টিকটক ক্লোনড অ্যাপ ছিল (মিত্রোঁ)গত জুন মাস অ্যাপের ডাউনলোডের সংখ্যা ছাড়িয়েছে এক কোটি!ঠিক সেই ‘মিত্রোঁ টিভি’ বাজারে আনল নতুন অ্যাপ ‘আত্মনির্ভর অ্যাপস’ (Atmanirbhar Apps)।

‘….আমাদের সংকল্প আত্মনির্ভর ভারত।”— মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) এই বার্তায় উদ্বুদ্ধ হয়েছিল কোটি কোটি ভারতীয়। এ অঙ্গীকারে তৈরি হল নতুন অ্যাপ‘আত্মনির্ভর অ্যাপস’। ১২ এমবির (12 mb) এই অ্যাপে থাকছে মোট ১০০টি ভারতীয় অ্যাপ। শোনা যাচ্ছে বছর শেষে অ্যাপের সংখ্যা বেড়ে হবে ৫০০। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর হওয়ার প্রতিজ্ঞা নিতে বলেছিলেন তাঁর ভাষণে।

অ্যাপে প্রোফাইল ছবি বদলে আপনিও অঙ্গীকারবদ্ধ হতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো আপনি নিজের ছবিও ডিপি হিসেবে রাখতে পারেন প্রোফাইল ছবিতে। বন্ধুবান্ধবদের তা শেয়ারও করতে পারেন। ইনসটলেশনে কোনও রেজিস্ট্রেশনের ঝক্কি নেই। একবার ডাউনলোড হওয়ার পরে স্ক্রিনে দেখা যাবে ১০০টি অ্যাপের রেকমেন্ডেশন অপশন। প্রত্যেক অ্যাপের পাশে রয়েছে ‘Get’ অপশন। তাতে ক্লিক করতেই আপনি পৌঁছে যাবেন গুগল প্লের নির্দিষ্ট অ্যাপের ডাউনলোড অপশনে।

Atmanirbhar apps

আত্মনির্ভর অ্যাপস-এর ইন্টারফেস

এরপর আর কী? ডাউনলোড করে নিন আপনার পছন্দসই অ্যাপ

অ্যাপে রয়েছে ‘আরোগ্য সেতু’, ‘নরেন্দ্র মোদী অ্যাপ’, ‘জিও টিভি’, ‘ডিজি লকার’, ‘কাগজ স্ক্যানার’, ‘আইআরসিটিসি রেল কানেক্ট’এর মতো প্রয়োজনীয় অ্যাপ। রয়েছে বিভিন্ন ক্যাটগরি, ‘গভারনেন্স’, ‘ইউটিলিটি’, ‘কৃষি’, ‘গেমিং’, ‘বিনোদন’ ‘লাইফস্টাইল’, ‘লার্নিং’। তবে একটা সমস্যাও রয়েছে। ‘অ্যান্ড্রয়েড’ ভার্সানে ‘আত্মনির্ভর অ্যাপস’ মিললেও ‘আইওএস’ ভার্সানে তা লভ্য নয়। ‘ভোকাল ফর লোকাল’— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরহেন চিন্তাধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল ‘আত্মনির্ভর অ্যাপস’