
গোটা উৎসবের মরসুমে কোনও না কোনও ই-কমার্স সাইট Apple iPhone-এ বিভিন্ন সব অফার দিয়েছে। যদিও সেল হয়ে গেলেও সেই সব সাইটে অফার শেষ হয়নি। কিন্তু অনলাইন সাইটের পাশাপাশি এবার Apple iPhone-এ বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে Airtel। তাই আপনি যদি একজন Airtel ব্যবহারকারীও হন এবং নতুন iPhone 15 কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আপনার জন্য Airtel থেকে একটি দুর্দান্ত অফার রয়েছে। Airtel-এর মতে, যারা iPhone 15 কিনবেন তারা Airtel থেকে 7,000 টাকার বাম্পার ডিসকাউন্ট পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক iPhone 15-এ Airtel-এর তরফ থেকে কী কী সুবিধা দেওয়া হচ্ছে?
এয়ারটেল অফার সম্পর্কে জেনে নিন…
নতুন আইফোন 15 কেনার পরে, আপনাকে এয়ারটেল পোস্টপেইডে স্যুইচ করতে হবে। শুধু তাই নয়, ফোন কেনার 60 দিনের মধ্যে আপনাকে সিমটি সক্রিয় করতে হবে। এমনটা করলেই Airtel থেকে 2,000 টাকার একটি কুপন দেওয়া হবে।
কতদিন এই অফার পাবেন?
Airtel অফারটি 10 নভেম্বর থেকে 30 ডিসেম্বর 2023 পর্যন্ত পাওয়া যাবে। এই অফারটি ই-কমার্স সাইট Amazon-এ ফোনের সঙ্গেই দেওয়া হচ্ছে। Airtel-এর পোস্টপেইড সিম সক্রিয় করার পর, আপনাকে 200 টাকার 10টি কুপন দেওয়া হবে, যা আপনি Airtel Thanks অ্যাপে দেখতে পাবেন। এয়ারটেল পোস্টপেইডে স্যুইচ করার 20 দিনের মধ্যে আপনার কুপন জমা হবে। এবার যে দিকে আপনাকে নজর রাখতে হবে, তা হল আপনি রিচার্জে একবারে একটি মাত্র কুপন ব্যবহার করতে পারবেন। এছাড়াও, আপনাকে 5,000 টাকার একটি Amazon Pay উপহার কার্ড দেওয়া হবে।
ভারতে iPhone 15-এর দাম কত?
Apple iPhone 15-এর 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট Amazon-এ 79 হাজার 900 টাকায় বিক্রি হচ্ছে। 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে 89,900 টাকা এবং 512 GB মডেলের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 1 লাখ 09 হাজার 900 টাকা।