Amazon-এ শুরু হয়ে গেল গ্রেট ফ্রিডম সেল, 10 হাজার টাকার বাজেটে কিনুন এই সেরা 5 ফোন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 05, 2023 | 7:29 PM

Amazon Great Freedom Festival Sale 2023: যদি এখন একটি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। চলুন জেনে নেওয়া যাক আপনি 10,000 টাকার মধ্যে কোন কোন স্মার্টফোন কিনতে পারবেন। আর সেই সব ফোনে কী-কী অফার পাবেন, তাও দেখে নিন।

Amazon-এ শুরু হয়ে গেল গ্রেট ফ্রিডম সেল, 10 হাজার টাকার বাজেটে কিনুন এই সেরা 5 ফোন

Follow Us

Amazon Sale: প্রায় সারা বছরই ই-কমার্স সাইটগুলিতে কোনও না কোনও সেল চলে। আর সেল মানেই জামা কাপড় থেকে শুরু করে মোবাইল, গ্যাজেটে বিরাট ছাড়। সেই মতোই অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল 2023 শুরু হয়ে গিয়েছে। এই সেল চলবে 8 অগাস্ট পর্যন্ত। সেলে অনেক অফার পেয়ে যাবেন। তার পাশাপাশি এসবিআই কার্ডেও ছাড় পেয়ে যাবেন। তাই যদি এখন একটি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। চলুন জেনে নেওয়া যাক আপনি 10,000 টাকার মধ্যে কোন কোন স্মার্টফোন কিনতে পারবেন। আর সেই সব ফোনে কী-কী অফার পাবেন, তাও দেখে নিন।

Realme Narzo 50i Prime:

এই হ্যান্ডসেটটি 2022-এর সেপ্টেম্বরে ভারতে 8,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই ফোনের 4GB + 64GB ভ্যারিয়েন্ট 7,599 টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনে 6.5-ইঞ্চি ডিসপ্লে এবং অক্টা-কোর Unisoc T612 প্রসেসর রয়েছে।

Redmi A2:

Amazon-এর সেলে, Redmi A2-এর বেস 2GB + 32GB ভ্যারিয়েন্টটি 5,599 টাকায় কিনতে পারবেন। এর আসল দাম 5,999 টাকা। এই ফোনে MediaTek Helio G36 প্রসেসর, 6.52-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে এবং 5,000mAh ব্যাটারি রয়েছে।

Redmi 12C:

ফোনটির 4GB + 64GB ভ্যারিয়েন্ট বর্তমানে সাইটে 9,999 টাকার পরিবর্তে 7,699 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। এই ফোনে Mediatek Helio G85 প্রসেসর এবং 6.71-ইঞ্চি HD+ (720 x 1,600 pixels) LCD ডিসপ্লে রয়েছে।

Samsung Galaxy M13:

Amazon-এর সেলে এই ফোনের 4G ভ্যারিয়েন্ট 14,999 টাকার পরিবর্তে 9,649 টাকায় বিক্রি করা হচ্ছে। এতে 150 টাকার কুপনও দেওয়া হচ্ছে, যাতে আপনি আলাদা করে ছাড় পেয়ে যাবেন। এই ফোনটিতে Exynos 850 প্রসেসর এবং 6,000mAh ব্যাটারি রয়েছে।

Tecno Spark 9:

এই ফোনটি 2022-এর জুলাই মাসে 8,499 টাকায় লঞ্চ হয়েছিল। বর্তমানে ফোনটি Amazon-এ 6,999 টাকায় দেওয়া হচ্ছে। এই ফোনে MediaTek Helio G37 প্রসেসর এবং 6.6-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে।

Next Article