Amazon-এ 40 শতাংশেরও বেশি ছাড়ে মিলছে এই 5 স্মার্টফোন, দাম শুরু 7000 টাকা থেকে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 11, 2023 | 4:03 PM

Amazon Sale 2023: সব ফোনের উপরই ই-কমার্স প্ল্যাটফর্মে ব্যাঙ্কের অফারগুলি পাওয়া যাবে। আপনি যদি SBI ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে আপনি আলাদা ডিসকাউন্ট পাবেন। তখন ফোনগুলির দাম আরও কিছুটা কমে যাবে।

Amazon-এ 40 শতাংশেরও বেশি ছাড়ে মিলছে এই 5 স্মার্টফোন, দাম শুরু 7000 টাকা থেকে

Follow Us

Amazon-এ চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল-এ বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। স্মার্টফোনের উপর বিরাট ছাড় দেওয়া হচ্ছে। ই-কমার্স প্ল্যাটফর্মটি Samsung, Redmi, Realme-এর মতো ব্র্যান্ডের ফোনে 40 শতাংশের বেশি ছাড় দিচ্ছে। আপনি যদি সস্তায় একটি নতুন হ্যান্ডসেট কিনতে চান, তবে এই সুযোগ হাতছাড়া করবেন না। আপনি নতুন ফোনগুলি সহজেই অ্যামাজনে 6,999 টাকা দামে কিনতে পারবেন। আপনাকে 5টি স্মার্টফোন সম্পর্কে জানানো হবে, যেগুলি আপনি 40 শতাংশের বেশি ছাড়ে কিনতে পারবেন। কিছু স্মার্টফোনে 50 শতাংশের বেশি ছাড় পাওয়া যাবে। বাজেট স্মার্টফোনের রেঞ্জ সাধারণত 10 হাজার থেকে 15 হাজার টাকার মধ্যে ধরা হয়। তাদের দাম 20 হাজার টাকার বেশি নয়। চলুন জেনে নেওয়া যাক আপনি কী কী ফোনে অফার পাবেন।

Poco F1:

Poco F1 ফোনটির 6GB RAM এবং 128GB স্টোরেজে 52 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। Poco-এর এই স্মার্টফোনের আসল দাম 24,999 টাকা। Amazon-এ 52% ছাড়ের পর এই ফোনটি 11,970 টাকায় পাওয়া যাবে।

Redmi 12C:

আপনি অর্ধেক দামে Redmi 12C কিনতে পারবেন। Redmi 12C স্মার্টফোনে 50 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। আপনি যদি এই ফোনটি কেনেন, তবে তার জন্য মাত্র 6,999 টাকা খরচ করতে হবে। এর আসল দাম 13,999 টাকা।

Samsung Galaxy M04:

Samsung Galaxy M04 কিনলে আপনি 44 শতাংশ ছাড় পাবেন। এই স্মার্টফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজে কিনতে পারবেন। MediaTek Helio P35 অক্টা-কোর চিপসেট দেওয়া হয়েছে। ফোনটির আসল দাম 13,499 টাকা। এই ফোনটি Amazon-এ 7,499 টাকায় পাওয়া যাবে।

TECNO Camon 19 Neo:

TECNO Camon 19 Neo ফোনে বিরাট অফার পাবেন। 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ হ্যান্ডসেটটি 43 শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। যদিও এর আসল দাম 18,499 টাকা। কিন্তু আপনি এটি মাত্র 10,499 টাকায় কিনতে পারবেন।

Motorola G32:

Motorola স্মার্টফোনেও পাওয়া যাচ্ছে বিশাল ছাড়। Motorola G32 42 শতাংশ ছাড় দিয়ে কেনা যাবে। এর আসল দাম 18,999 টাকা, তবে আপনি এটি মাত্র 10,950 টাকায় কিনতে পারবেন। এই সব ফোনের উপরই ই-কমার্স প্ল্যাটফর্মে ব্যাঙ্কের অফারগুলি পাওয়া যাবে। আপনি যদি SBI ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে আপনি আলাদা ডিসকাউন্ট পাবেন। তখন ফোনগুলির দাম আরও কিছুটা কমে যাবে।

Next Article