Redmi 10A: মাত্র 499 টাকায় Redmi-র নতুন স্মার্টফোন, কোথায় পাওয়া যাচ্ছে জানেন?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 07, 2023 | 9:26 AM

Amazon Sale: পকেটে 500 টাকা থাকলেই নতুন একটি ফোন কিনে ফেলতে পারবেন। অবাক হচ্ছেন? ভাবছেন পাঁচশো টাকায় ফোন কিনতে পারবেন? বাস্তবে এমনই সুযোগ দিচ্ছে অ্যামাজন। এমনই একটি ফোন অ্যামাজনে পাওয়া যাচ্ছে যা খুব কম দামে কেনা যাবে।

Redmi 10A: মাত্র 499 টাকায় Redmi-র নতুন স্মার্টফোন, কোথায় পাওয়া যাচ্ছে জানেন?

Follow Us

Redmi 10A Smartphone: অনেকদিন ধরে প্ল্য়ান করছেন একটি ফোন কিনবেন। কিন্তু পকেটে টান থাকায় কিনতে পারছেন না। তবে 500 টাকা থাকলেই নতুন একটি ফোন কিনে ফেলতে পারবেন। অবাক হচ্ছেন? ভাবছেন পাঁচশো টাকায় ফোন কিনতে পারবেন? বাস্তবে এমনই সুযোগ দিচ্ছে অ্যামাজন। এমনই একটি ফোন অ্যামাজনে পাওয়া যাচ্ছে যা খুব কম দামে কেনা যাবে। আপনি মাত্র 499 টাকায় আপনার বাড়িতে Redmi 10A আনতে পারবেন। পুরনো ফোনের বিনিময়ে এই অফার দেওয়া হবে। যদি আপনার কাছে এক্সচেঞ্জ করার মতো কোনও ফোন না থাকে, তবে আপনি ইএমআই-তেও (EMI) ফোনটি নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এত কম দামে Redmi 10A কেনা যাবে।

Redmi 10A-এর দাম এবং এতে উপলব্ধ অফার:

এই ফোনের 4 GB RAM এবং 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,999 টাকা। এটি 25 শতাংশ ছাড়ে 8,999 টাকায় কেনা যাবে। আপনি এটি EMI-তেও কিনতে পারেন। এর জন্য আপনাকে প্রতি মাসে 430 টাকা দিতে হবে। আপনি নো কস্ট ইএমআই-তেও (No Cost EMI) এটি কিনতে পারবেন। এর সঙ্গে এতে 8,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেয়ে যাবেন। সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু মিলিয়ে আপনি এই ফোনটি মাত্র 499 টাকায় কিনতে পারবেন।

Redmi 10A এর ফিচার ও স্পেসিফিকেশন:

Redmi 10A ফোনটিতে একটি 6.53-ইঞ্চি HD + IPS LCD ডিসপ্লে রয়েছে। এর পিক্সেল রেজোলিউশন 1600×700। ফোনটিতে একটি 13-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। এছাড়াও ফোনটিতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর রয়েছে। এই ফোনটিতে MediaTek Helio G25 প্রসেসর দেওয়া হয়েছে। 5000mAh ব্যাটারি রয়েছে এই বাজেট হ্যান্ডসেটে, যা 10W চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির দিক থেকে রয়েছে 4G LTE, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, একটি মাইক্রো ইউএসবি পোর্ট-সহ আরও একাধিক ফিচার। এতে রয়েছে 4 GB র‍্যাম এবং 64 GB স্টোরেজ।

এই হ্যান্ডসেটে রয়েছে একটি 13MP প্রাইমারি ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই Redmi 10A Sport ফোনে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

Next Article