Smartphones Under Rs 10,000: ১০ হাজারের কম দামে একগুচ্ছ স্মার্টফোনের হদিশ রইল আপনার জন্য

Smartphones Under Rs 10,000: রিয়েলমি, রেডমি, স্যামসাং, মাইক্রোম্যাক্স, লাভা এবং টেকনো সংস্থার ফোন রয়েছে এই তালিকায়।

Smartphones Under Rs 10,000: ১০ হাজারের কম দামে একগুচ্ছ স্মার্টফোনের হদিশ রইল আপনার জন্য
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 17, 2022 | 10:29 AM

ভারতে ১০ হাজার টাকার কমে বেশ কিছু স্মার্টফোন (Smartphones Under Rs 10,000) পাওয়া যায়, যেখানে অত্যাধুনিক সমস্ত ফিচার রয়েছে। এত ভাল ফিচারের ফোন এতটা কম দামে পাওয়া যেতে পারে, অনেকেরই তার আন্দাজ নেই। একনজরে দেখে নেওয়া যাক, এই তালিকায় কী কী ফোন রয়েছে। জানা গিয়েছে, রিয়েলমি, রেডমি, স্যামসাং, মাইক্রোম্যাক্স, লাভা এবং টেকনো সংস্থার ফোন রয়েছে এই তালিকায়। ফিচার ও স্পেসিফিকেশনের দিন থেকে এই সবকটি ফোনই দারুণ ভাবে উন্নত ও আধুনিক।

ভারতের বাজারে ১০ হাজার টাকার মধ্যে বিভিন্ন স্মার্টফোন

রেডমি ৯ অ্যাক্টিভ- গত বছর সেপ্টেম্বর মাসে এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। বর্তমানে এই ফোনের দাম ৯৪৯৯ টাকা। মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর, ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা সেটআপ, ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর, ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর, ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোন। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এই ফোনে এফএম রেডিয়ো রয়েছে।

রিয়েলমি নারজো ৫০আই- গত বছর রিয়েলমি নারজো ৫০ সিরিজের এই ফোন লঞ্চ হয়েছে। এই সিরিজের সবচেয়ে সস্তা ফোন হল রিয়েলমি নারজো ৫০আই। এই ফোনের ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভার্সানের দাম ৭৪৯৯ টাকা। আর এই ফোনের ৪ জিবি র‍্যাম ভার্সানের দাম ৮৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, একটি অক্টা-কোর Unisoc প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা পিক্সেল, ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এম১২- এই ফোনের বর্তমানে দাম ৯৪৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ, ৪৮ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং দুটো ২ মেগাপিক্সেলের সেনসর, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

পোকো সি৩১- এই ফোনের দাম ফ্লিপকার্টে ৮৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর, সুটো ২ মেগাপিক্সেলের সেনসর এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৫১২ জিবি এক্সটারনাল স্টোরেজ এবং একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি।

মাইক্রোম্যাক্স ইন ২বি- এই ফোনের ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। এখানে রয়েছে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, একটি অক্টা-কোর Unisoc T610 প্রসেসর, ৬ জিবি পর্যন্ত র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ, এক্সটার্নাল স্টোরেজের সাপোর্ট, ডুয়াল ক্যামেরা সেটআপ, ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর, ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ফোনের পিছনের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

লাভা জেড৪- এই ফোনের দাম ৯৩৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, একটি নচ ডিজাইন, কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন, অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর, অ্যানড্রয়েড ১০ সাপোর্ট, ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ- যা আবার মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ট্রিপল রেয়ার ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর, ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি সেনসর, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।

টেকনো স্পার্ক ৮সি- অ্যামাজন ইন্ডিয়া, এই ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে টেকনো স্পার্ক ৮সি ফোনের দাম এখন ৮০৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে, অক্টা-কোর প্রসেসর, অ্যানড্রয়েড ১১ (গো এডিশন), ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, এক্সটারনাল স্টোরেজের সাপোর্ট, ডুয়াল ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেনসর, এফএম রেডিয়ো সাপোর্ট।

আরও পড়ুন- Smartphone and Gadgets: হোলির দিন রঙ-জল-আবির থেকে ফোন-গ্যাজেট সুরক্ষিত রাখবেন কীভাবে? রইল কয়েকটি সহজ টিপস