Mobiles Under 20,000: নতুন বছরের শুরুতে কোন কোন ফোন পাবেন ২০ হাজার টাকার কম দামে? রইল তালিকা

এই তালিকায় রিয়েলমি, রেডমি, মোটোরোলার ফোন রয়েছে। কোন কোন মডেল রয়েছে, সেগুলো জেনে নিন।

Mobiles Under 20,000: নতুন বছরের শুরুতে কোন কোন ফোন পাবেন ২০ হাজার টাকার কম দামে? রইল তালিকা
প্রতীকী ছবি. Photo Credit: YouTube
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2022 | 2:24 PM

গত বছর থেকেই মোবাইল নির্মাণকারী সংস্থাগুলি মাঝামাঝি রেঞ্জের ফোনের উপরেই নজর দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে দাম এই ফোনগুলির। ২০২২ সালে এরকম কী কী ফোনের দিকে গ্যাজেট প্রেমীরা নজর রাখবেন তার একটি তালিকা প্রকাশ করা হল। রেডমি, রিয়েলমি, মোটোরোলার ফোন রয়েছে এই তালিকায়। এই সব ফোনের দামই ২০ হাজার টাকার কম এবং ইতিমধ্যে লঞ্চও হয়ে গিয়েছে। উক্ত তালিকায় মোট চারটি ফোন রয়েছে। সেগুলি কী কী দেখে নিন একঝলকে।

রেডমি নোট ১১টি- ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ— এই তিনটি ভ্যারিয়েন্টে রয়েছে রেডমি নোট ১১টি ফোনে। এই ফোনে একটি MediaTek Dimensity ৮১০ প্রসেসর রয়েছে। ৫জি সাপোর্টও রয়েছে এই ফোনে। রেডমি নোট ১১টি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা (১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ) সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনের সামনের ডিসপ্লেতে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ৫০০০এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং পরিষেবাও রয়েছে এই ফোনে।

রিয়েলমি ৮ ৫জি- রিয়েলমির এই ৫জি ফোনে রয়েছে একটি সুপার স্মুদ ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত স্ক্রিন। তিনটি রেয়ার ক্যামেরা সেটিংস থাকতে পারে এই ফোনে। ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, MediaTek Dimensity ৭০০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর, ২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর থাকবে এই ফোনে। এছাড়াও থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

মোটোরোলা মোটো জি৬০- ৬ জিবি র‍্যাম নিয়ে লঞ্চ হয়েছে এই ফোন। এখানে রয়েছে ৬.৮ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। কোয়ালকম ৭৩২জি প্রসেসর রয়েছে এই ফোনে। আর রয়েছে ৬০০০এমএএইচের একটি ব্যাটারি এবং ২০ ওয়াটের টার্বোচার্জার। ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে মোটো জি৬০ ফোনে। এছাড়াও রয়েছে ম্যাক্রো, ডেপথ এবং অন্যান্য ক্যামেরা সেনসর।

রিয়েলমি নারজো ৩০ ৫জি- রিয়েলমির এই ৫জি ফোনে রয়েছে একটি MediaTek Dimensity ৭০০ প্রসেসর এবং ৬ জিবি র‍্যাম। এই প্রসেসরের সাহায্যে ইউজাররা দারুণ গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লেও রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ৫০০০এমএএইচ ব্যাটারি রয়েছে রিয়েলমি নারজো ৩০ ৫জি ফোনে।

আরও পড়ুন- iPhone 12 Mini: আইফোন ১২ মিনির দামে ব্যাপক ছাড়! কোথায়, কত দামে পাবেন, দেখে নিন