Realme 9i Offer Price: 17,000-এর ফোন পেয়ে যেতে পারেন স্রেফ 600 টাকায়। শুনে অবাক হচ্ছেন? Realme 9i ফোনটি আপনি পেয়ে যাবেন 17,000-এর থেকে 1টাকা কমে। অর্থাৎ রিয়েলমি 9i ফোনের আসল দাম 16,999 টাকা, যা আপনি 26% ডিসকাউন্ট সহ 12,499 টাকায় কিনতে পারবেন। বিগত কিছু বছর ধরে চীনা স্মার্টফোন ব্র্যান্ড, Oppo ইন্ডিয়ান সাব-ব্র্যান্ড Realme ভারতের স্মার্টফোন মার্কেটে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এই ব্র্যান্ডটির মূল উদ্দেশ্য হল, প্রবল প্রতিযোগিতামূলক বাজারে সবচেয়ে ভ্যালু ফর মানি স্মার্টফোন লঞ্চ করা। এই সমস্ত কারণেই রিয়েলমি হয়ে উঠেছে ভারতের চতুর্থ সবচেয়ে বড় স্মার্টফোন ব্র্যান্ড।
কীভাবে কিনবেন এই ফোন?
সামনেই আসছে ক্রিসমাস। তারপরেই নতুন বছরের আনন্দ। আর বছর শেষে জনপ্রিয় পণ্য বিপণনী অ্যাপ ফ্লিপকার্টে শুরু হয়ে গিয়েছে সেল। নতুন বছরে আপনি যদি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তবে এর থেকে ভালো সুযোগ হয়তো পাবেন না। বাজেটের মধ্যে পছন্দের ফোন কিনতে চাইলে আপনার জন্য এটা দারুন সুযোগ। আর নিউ ইয়ারের মজা দ্বিগুণ করতে Realme 9i ফোনটি কিনতে পারেন আপনি নিজে। কিংবা উপহার দিতে পারেন পছন্দের মানুষটিকেও। সঙ্গে থাকছে প্রচুর ডিসকাউন্ট।
এত কম দামে কীভাবে সম্ভব?
Realme 9i ফোনটি Flipkart সেলে ছাড়ে মাত্র 600 টাকায় (Discount) কিনতে পারবেন। ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ Prism Black অপশনে আসে। তবে ফ্লিপকার্ট থেকে আপনি অনেক ব্যাঙ্ক অফারও পাবেন। Flipkart Axis Bank কার্ড থেকে পেমেন্ট করলে আপনি 5% ক্যাশব্যাক পেতে পারেন। Axis Bank ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি 1,000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। স্মার্টফোন কেনার আগে Credit card থেকে পেমেন্ট করতে হবে। SBI Credit এবং Debit Card থেকে পেমেন্ট করলে আপনি 1,000 টাকা ছাড় পাবেন। Flipkart-এ পুরনো স্মার্টফোনের বদলে আপনি 11,900 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। যদি সমস্ত ছাড়ের অফার মিলিয়ে দেখা যায়, তবে আপনি এই ফোনটি মাত্র 600 টাকায় পাবেন।
রিয়েলমি 9i ফোনের স্পেসিফিকেশন ও ফিচার্সগুলো দেখে নিন একনজরে:
1) রিয়েলমি 9i ফোনে আছে MediaTek Dimensity 810 চিপসেট যা TSMC এর 6nm প্রসেসের উপর বেস করে তৈরি করা হয়েছে এবং এটি Arm MALI G57 MC2 GPU এর সঙ্গে যুক্ত করা আছে।
2) Dimensity 700 এর তুলনায় এই প্রসেসরটি প্রায় 20% ফাস্ট কাজ করবে। এছাড়া এই ফোনে আছে একটি 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট হচ্ছে 90Hz। এতে আছে অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্যা বক্স অপারেটিং সিস্টেম।
3) এই ফোনের নিচে একটি স্পিকার আছে সঙ্গে 3.5mm এর একটি অডিও জ্যাক আছে। সঙ্গে আছে একটি টাইপ সি USB পোর্ট। এই ফোনটির ওজন হল 187 গ্রাম।
4) রিয়েলমি 9i ফোনে 5000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি আছে। এই ব্যাটারিতে আছে 18W ফাস্ট চার্জিং এর সুবিধা। এই ফোনের বাঁদিকে আছে ভলিউম কন্ট্রোল বাটন, আর ডানদিকে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার বাটন।
5) এতে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ আছে যার প্রাইমারি ক্যামেরা হল 50 মেগাপিক্সেলের। আর ফ্রন্ট ক্যামেরা আছে টিয়ারড্রপ নচের মত। এটি একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যা সেলফি তুলতে এবং ভিডিও কলিং এর জন্য ব্যবহার করা যাবে।
6) Realme 9i 5G এর দুটো ভ্যারিয়েন্ট উপলব্ধ আছে, যা সর্বোচ্চ 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এর সঙ্গে পেয়ার করা আছে।