Mobile Photography Tips: গরমে পাহাড় ঘুরতে যাচ্ছেন? স্মার্টফোনের ক্যামেরায় সেরা সেরা ছবি কীভাবে তুলবেন জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 17, 2023 | 8:30 AM

Smartphone Photography: আপনার মনে হতে পারে ফোনের ক্যামেরায় আবার সুন্দর ছবি তোলা যায় নাকি? ফোনের ক্যামেরায় এমন অনেক ফিচার থাকে, যা অনেকেরই আজানা। আপনি সেই সব ফিচারের ব্যবহার করে, ফোনেই দুর্দান্ত ছবি তুলে ফেলতে পারবেন।

Mobile Photography Tips: গরমে পাহাড় ঘুরতে যাচ্ছেন? স্মার্টফোনের ক্যামেরায় সেরা সেরা ছবি কীভাবে তুলবেন জেনে নিন

Follow Us

Smartphone Tips: ভাল ছবি তোলার জন্য DSLR ক্যামেরার প্রয়োজন হয় না। বর্তমানে বেশিরভাগ ফোনে ভাল ক্যামেরা দেওয়া হয়। আপনি চাইলে ফোনেও দুর্দান্ত ছবি তুলে ফেলতে পারবেন। তার জন্য ক্যামেরার প্রয়োজন নেই। আপনার মনে হতে পারে ফোনের ক্যামেরায় আবার সুন্দর ছবি তোলা যায় নাকি? ফোনের ক্যামেরায় এমন অনেক ফিচার থাকে, যা অনেকেরই আজানা। আপনি সেই সব ফিচারের ব্যবহার করে, ফোনেই দুর্দান্ত ছবি তুলে ফেলতে পারবেন। তাই এবার থেকে ছবি তোলার আগে এই সব টিপসগুলি মাথায় রাখবেন। চলুন জেনে নেওয়া যাক একটি সুন্দর ছবি তোলার উপায়।

পোর্ট্রেট, ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফটো লেন্স ব্যবহার করুন:

স্মার্টফোন থেকে ভাল ছবি তুলতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে আপনার মোবাইলের ক্যামেরা। মোবাইলে কয়টি ক্যামেরা আছে এবং প্রতিটি ক্যামেরার ভূমিকা কী। প্রয়োজন অনুযায়ী পোর্ট্রেট, ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফটো লেন্স ব্যবহার করুন। এতে একটি ভাল ছবি ক্লিক করতে পারবেন।

ফোকাসে রাখুন:

যে জিনিসের ছবি তুলছেন সেই বিষয়টিকে ফোকাসে রাখুন এবং বিভিন্ন কোণ থেকে একাধিক শট ক্লিক করুন, যাতে আপনি পরে সেগুলির মধ্যে থেকে একটি ভাল ছবি বেছে নিতে পারেন। আপনি যদি চান, ফোনের বাম বা ডান দিকে আপনার বিষয়টিকে রাখতে পারেন। এতে স্পষ্টভাবে ব্যাকগ্রাউন্ডও দেখতে পাবেন।

জুম করবেন না:

ভার্চুয়াল জুম-এর ব্যবহার কমিয়ে নিজে নিজেই সাবজেক্টে যান। আপনি যদি একটি প্রিমিয়াম ফোন ব্যবহার করেন, তাহলে আপনি কিছু পরিমাণে ভার্চুয়াল জুম ব্যবহার করতে পারেন। কারণ তাতে ভার্চুয়াল জুম এর ফিচার দেওয়া থাকে, এতে ফটো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।

ক্যামেরা ফিল্টার ব্যবহার করবেন না:

প্রথমেই ছবি তোলার সময় যে কোনও ক্যামেরা ফিল্টার ব্যবহার করবেন না। এতে ছবির আসল রং হারিয়ে যায়। চেষ্টা করবেন, যতটা সম্ভব প্রাকৃতিক আলোয় ছবি তোলার চেষ্টা করবেন। এতে ছবি খুব সুন্দর আসে। দরকার হলে ছবি তোলার পরে ফিল্টার যোগ করে নেবেন।

টাইম ল্যাপস ব্যবহার করুন:

আপনি চাইলে টাইম ল্যাপস ফটোতেও ক্লিক করতে পারেন। এ জন্য ফোন ভাল জায়গায় রাখুন বা স্ট্যান্ড ব্যবহার করুন। আপনি ওয়াইড অ্যাঙ্গেল শটগুলি কভার করতে প্যানোরামা শটগুলিও ক্যাপচার করতে পারেন। কিন্তু টাইম ল্যাপস করার আগে আপনাকে ফোকাস করে নিতে হবে। নাহলে ছবির বিষয়বস্তু ফোকাসে আসবে না। আপনি চাইলে অটো ফোকাসেও ছবি তুলতে পারেন।

Next Article