Google Pixel 6 Series: পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো ফোনে কী কী ফিচার রয়েছে? দেখে নিন
গুগল পিক্সেল ৬ সিরিজের দু'টি স্মার্টফোন, পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১২- র সাহায্যে।
সম্প্রতি লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৬ সিরিজের দুটো স্মার্টফোন পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো। এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নেওয়া যাক।
গুগল পিক্সেল ৬ ফোনের বিভিন্ন ফিচার
- ডুয়াল সিমের (ন্যানো+eSIM) এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১২- র সাহায্যে।
- এই ফোনে রয়েছে একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০Hz।
- ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন।
- গুগলের নিজস্ব Tensor রপসেসর রয়েছে পিক্সেল ৬ ফোনে। তার সঙ্গে রয়েছে ৮ জিবি LPDDR5 র্যাম।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। সেখানে আবার রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার।
- গুগল পিক্সেল ৬ ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে laser detect autofocus (LDAF) এবং optical image stabilisation (OIS) ফিচার।
- এই ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- পিক্সেল ৬ ফোনে রয়েছে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ।
- কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬ই, ব্লুটূথ ভি ৫.২, জিপিএস / এ – জিপিএস, এনএফসি এবং একটি টাইপ- সি ইউএসবি পোর্ট। সেই সঙ্গে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- এই ফোনে রয়েছে ৪৬১৪mAh ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ৩০W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ২১W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ওজন ২০৭ গ্রাম।
গুগল পিক্সেল ৬ প্রো ফোনের বিভিন্ন ফিচার
- ডুয়াল সিমের (ন্যানো+eSIM) এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১২- র সাহায্যে।
- এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির একটি QHD+ LTPO OLED ডিসপ্লে, যার রিগ্রেশ রেট ১০ থেকে ১২০ হার্টজের মধ্যে ঘোরাফেরা করবে।
- ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন।
- এই ফোনেও রয়েছে গুগলের নিজস্ব Tensor প্রসেসর। তার সঙ্গে রয়েছে ১২ জিবি LPDDR5 র্যাম।
- এই ফোনের পিছনের অংশে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৪৮ মেগাপিক্সেলের টেলফটো শুটার রয়েছে। তার সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেলের লাওট্রা ওয়াইড শুটার। এই ফোনের অতিরিক্ত টেলিফটো শুটারের সাহায্যে ২০x সুপার রেসোলিউশন জুম করা সম্ভব।
- গুগল ৬ প্রো ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে ১১.১ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- এই ফোনে রয়েছে ১২৮, ২৫৬ এবং ৫১২ জিবি UFS ৩.১ ইন্টার্নাল স্টোরেজ অপশন।
- কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬ই, ব্লুটূথ ভি ৫.২, জিপিএস / এ – জিপিএস, এনএফসি এবং একটি টাইপ- সি ইউএসবি পোর্ট। সেই সঙ্গে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- এই ফোনে রয়েছে ৫০০৩mAh ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ৩০W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ২৩W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ওজন ২১০ গ্রাম।
আরও পড়ুন- Google Pixel 6 Series: পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো ফোনের দাম কত?