Flipkart-এর Big Billion Days সেলের দিকে বহু মানুষের নজর। বছরের সবচেয়ে বড় এই সেলে প্রায় প্রতিটা জিনিসের উপর প্রচুর ছাড় থাকে। যদি iPhone কেনার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে এর থেকে ভাল অফার আর পাবেন না। অনেক কম দামে Flipkart-এ আপনি iPhone 12 পেয়ে যাবেন। সেল চলাকালীন, iPhone 12 মাত্র 38,999 টাকায় তালিকাভুক্ত করা হবে। তারউপরে আপনি 3,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 3,000 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন। এই সব কিছুর পরে iPhone 12-এর দাম হবে মাত্র 32,999 টাকা। অর্থাৎ একটি মিডরেঞ্জ ফোনের দামে এই ফোনটি কিনে নিতে পারবেন। এই ছাড় শুধুমাত্র 8 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
iPhone 12-এর কোন ভ্যারিয়েন্টে আপনি এই ছাড় পাবেন?
আপনি iPhone 12-এর বেস ভ্যারিয়েন্টটি এই কম দামে কিনতে পারবেন। অর্থাৎ 64GB-তে এই ছাড় পেয়ে যাচ্ছেন। কিন্তু এত কম দামে আপনি একটি ফ্ল্যাগশিপ ফোন পাচ্ছেন, যাতে রয়েছে 5G কানেকশন, IP68, ওয়্যারলেস চার্জিং, ডলবি ভিশনে 4K 60fps ভিডিয়ো রেকর্ডিংয় সাপোর্ট, দুর্দান্ত ক্যামেরা সিস্টেম রয়েছে। এটিতে iOS 17 ব্যবহার করা হয়েছে।
iPhone SE 3rd Gen-এও ছাড় পেয়ে যাবেন:
A15 বায়োনিক চিপ সহ জনপ্রিয় ফোন iPhone SE 3rd Gen-এর দামও Flipkart-এ কমেছে এবং এখন 32,699 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি এই ফোনটিও এমন কম দামে কিনে নিতে পারবেন। এতে A15 বায়োনিক চিপ রয়েছে। এছাড়াও Flipkart iPhone 14-এর জন্য স্লট বুকিংও শুরু করেছে। iPhone 14-এর দাম 5,000 থেকে 10,000 টাকা কমতে পারে, আর iPhone 14 Plus-এর দাম 10,000 থেকে 15,000 টাকা কমতে পারে।